কলকাতা, 17 মে: সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী ওরফে মাম্পি দাসকে গ্রেফতারি মামলায় মুখ পুড়ল রাজ্য পুলিশের ৷ সম্পূর্ণ জামিন যোগ্য মামলায় ডেকে কীভাবে এই স্থানীয় নেত্রীকে জেলে পাঠানো হল, তা দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এই ঘটনায় রাজ্য পুলিশ যে জামিন অযোগ্য ধারা যুক্ত করেছিল, তার উপরেও স্থগিতাদেশ দিল আদালত ৷ গোটা মামলার শুনানিতে রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি ৷ একই সঙ্গে, সন্দেশখালির বিজেপি নেত্রীকে অবিলম্বে মুক্ত করতে হবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, "জামিন যোগ্য ধারার মধ্যে কী করে জামিন অযোগ্য ধারা দেওয়া হয় ! পুলিশ ছেড়ে দিন, ম্যাজিস্ট্রেট কী করছিলেন ? কেন কেস ডায়রি দেওয়া হয়নি ? তাহলে ম্যাজিস্ট্রেট কী করছিলেন ? রাজ্য এই কোর্টকে অবজ্ঞা করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টকে তো পারে না। অথচ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ আছে, ম্যাজিস্ট্রেট এমন মেকানিকালভাবে ধারা যোগ করার আবেদনে সাড়া দিতে পারে না।" এরপরই বিচারপতি কার্যত বিস্ময় প্রকাশ করে বলেন, "এখনও মহিলা জেলে ! কে এই সবকিছুর পিছনে আছে ? কার মাথা দিয়ে বেরোলো এই সব ? আমি উদ্বিগ্ন ম্যাজিস্ট্রেটের আচরণ দেখে। ন্যূনতম কোর্ট অর্ডারগুলো এরা জানে না ! কলকাতা হাইকোর্টের এমন ক্ষেত্রে 10টা অর্ডার দেওয়া আছে। সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত অর্ডার সব থানা, পুলিশ এমন কী নিম্ন আদালতেও পাঠাতে হবে।"
পিয়ালী দাসের আর্জিতে অবশ্য জামিনের আর্জি ছিল না। এফআইআর খারিজের আবেদন করেছিলেন সন্দেশখালির বিজেপি নেত্রী। আর সেই মামলাতেই ব্যাতিক্রম হিসাবে বিচারপতি নিজের ক্ষমতা প্রয়োগ করে পিয়ালী দাসের জামিন এদিন মঞ্জুর করেন। অবিলম্বে তাঁকে ছাড়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে, নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, এই ঘটনা পুলিশ সুপারের তত্তাবধানে তদন্ত চলবে। 19 জুন ফের মামলার শুনানি ৷