পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানিকাণ্ডে রাজ্যপালের ওএসডি-সহ রাজভবনের আরও দুই কর্মচারীর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ - Raj Bhavan Molestation Case

Cal HC on Raj Bhavan Molestation Case: রাজ্যপাল সিভি আনন্দ বোসের শ্লীলতাহানির অভিযোগে তাঁর ওএসডি এবং রাজভবনের দুই কর্মচারীর বিরুদ্ধে যে তদন্ত চলছিল তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Cal HC on Governor
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে কলকাতা হাইকোর্টের বক্তব্য (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 6:04 PM IST

কলকাতা, 24 মে:রাজ্যপালের ওএসডি ও রাজভবনের আরও দুই কর্মচারীকে হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে শুক্রবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, "মামলাকারীরা ইতিমধ্যেই জামিন নিয়েছেন নিম্ন আদালত থেকে। ঘটনার ভিডিয়ো ফুটেজ তদন্তকারী অফিসারের কাছে রয়েছে। অভিযোগকারী মহিলার দাবি, তিনি যখন রাজ্যপালের ঘর থেকে বেরোচ্ছিলেন তখন তাঁকে বাধা দেন এই মামলাকারী-সহ অন্যান্যরা। সেই ঘটনার তদন্ত চলছে । এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে 10 জুন আদালতে তার রিপোর্ট দিতে হবে। তবে 17 জুন পর্যন্ত কোনও তদন্ত করা চলবে না।" রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য, "এই ঘটনার তদন্ত চলছে ৷ আপাতত সেই তদন্তে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই।" যদিও বিচারপতি সেই আবেদন বাতিল করেছেন এদিন।

আরও পড়ুন :রাজ্যপালের বুকে বিজেপির লোগো, কমিশনের দ্বারস্থ তৃণমূল

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় তাঁর ওএসডি এসএস রাজপুত-সহ আরও দুই কর্মী কুসুম ছেত্রী, সন্ত লাল ব্যাঙ্কশাল আদালতে হাজির হয়ে জামিন পেয়েছিলেন । কিন্তু পুলিশি হেনস্থা বন্ধ করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা । এই তিনজনের বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে গত 15 মে মামলা রুজু করা হয় ।

রাজভবনের সিসিটিভি ক্যামেরায় যে তিনজনকে দেখা গিয়েছিল তাঁদের বিরুদ্ধে আইপিসির 341 এবং 166 এ ধারায় মামলা রুজু করে পুলিশ। তাঁদের প্রথমবারের জন্য রবিবার সিআরপিসি 41 এ নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। তাঁরা সেদিন হাজিরা না দেওয়ায় তাঁদের আবারও সিআরপিসি 41 এ নোটিশ দিয়ে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানা হাজিরা দিতে বলা হয়। তাঁরা সেই হাজিরা না-দিয়ে ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে জামিন পান। নির্যাতিতা তরুণী অভিযোগ করেছিলেন, রাজ্যপালের ওএসডি-সহ তিনজন শ্লীলতাহানির ঘটনার পরে তিনি যখন রাজভবন থেকে বেরিয়ে আসছিলেন তখন তাকে বাধা দেয়। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details