পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একাধিক পড়ুয়া মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ায় 3 প্রধান শিক্ষককে জরিমানা হাইকোর্টের - মাধ্যমিক পরীক্ষা

Cal HC on Madhyamik Admit Card Issue: স্কুলের গাফিলতির জেরেই বেশ কিছু ছাত্র-ছাত্রী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি ৷ তার জন্য আদালতে মামলা হয়েছিল ৷ তাতেই সমস্ত বিষয় শুনে তিনটি স্কুলের প্রধান শিক্ষককে মোটা টাকা জরিমানা করল আদালত ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 6:36 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: গাফিলতির জেরে বেশ কিছু পড়ুয়া মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পাওয়ায় তিন স্কুলকে আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বজিৎ বসু সোমবার স্কুলের প্রধান শিক্ষকদের জরিমানা নিয়ে আদালতে আসার নির্দেশ দিয়েছিলেন । না হলে পুলিশ দিয়ে আদালতে নিয়ে আসার কথা বলেছিলেন বিচারপতি ।

প্রথম ঘটনাটি ছিল হাওড়ার ৷ রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ফর্ম ফিলাপ করলেও শুধু স্বাক্ষর না করায় ছাত্রকে ড্রপ আউট দেখিয়ে পর্ষদের কাছে নথি পাঠায় স্কুল । যার জন্য ওই ছাত্রের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি । স্কুলের এই গাফিলতির জন্য হাওড়ার শ্যামপুরের শসাটি নহলা রাখালদহ অবিনাশ হাইস্কুলের দুই ক্লার্ককে 10 হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন বিচারপতি । এছাড়াও আগামিকাল বুধবারের মধ্যেই স্কুল ও পর্ষদকে অ্যাডমিট কার্ড পাওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত ।

সমস্ত পরীক্ষায় বসে, রেজিস্ট্রেশন ফি স্কুলে জমা দেওয়ার পরও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আসেনি হাওড়ার শ্যামপুরের শসাটি নহলা রাখালদহ অবিনাশ হাই স্কুলের ছাত্র সন্তাম করের । মঙ্গলবার সেই মামলার শুনানিতে নিজেদের দোষ স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষক । তিনি জানান, স্কুলের মোট ছাত্র সংখ্যা 1900, শিক্ষক 33 জন এবং দু'জন ক্লার্ক রয়েছেন । ক্লার্করাই গোটা বিষয়টি দেখেছে ।

সমস্ত কিছু শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুলের দুই ক্লার্ককে 10 হাজার টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেন । পাশাপাশি 31 জানুয়ারির মধ্যে ওই ছাত্রের অ্যাডমিট কার্ড পাওয়ার সমস্ত ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদকে করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

দ্বিতীয় ঘটনাটি মুর্শিদাবাদের । স্কুলের গাফিলতিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রওশনারা মেমোরিয়াল হাইস্কুলের 8 ছাত্রী এখনও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি । ছাত্রীদেরপক্ষের আইনজীবীর অভিযোগ, তারা স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় বসেছে ৷ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ ও সই করেছে ৷ এমনকি রেজিস্ট্রেশন ফিও জমা দিয়েছে । কিন্তু সেই নথি পর্ষদকে পাঠাতেই ভুলে গিয়েছিল স্কুল । স্কুলের এই গাফিলতির কথা শুনে প্রধান শিক্ষককে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু । সেই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে 50 হাজার টাকা আর্থিক জরিমানা করেন । পাশাপাশি ওই 8 ছাত্রীর অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়া আগামিকালের মধ্যেই শেষ করতে স্কুল ও পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

তৃতীয় ঘটনা বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয়ের ৷ এখানেও স্কুলের গাফিলতিতে বেশ কিছু ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পাওয়ার মামলায় স্কুলের প্রধান শিক্ষককে 10 হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু । পাশাপাশি, ওই সমস্ত ছাত্র-ছাত্রীর অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়া আজ অথবা আগামিকালের মধ্যেই শেষ করে তাদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার জন্য স্কুল ও পর্ষদকে নির্দেশ দিয়েছেন তিনি ।

আরও পড়ুন :

  1. মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল, 50 হাজার টাকা জরিমানা হাইকোর্টের
  2. মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাহাড়ের সব স্কুলে কোটি টাকার হিটার, মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
  3. মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হল কন্ট্রোল রুম, খোলা 24 ঘণ্টা

ABOUT THE AUTHOR

...view details