দার্জিলিং, 23 জুলাই: কেন্দ্রীয় বাজেট থেকে ব্রাত্য চা শিল্প । আর এতেই হতাশ চা রাজ্যের পাশাপাশি গোটা উত্তরের ব্যবসায়ী মহল । রাজ্যের মধ্যে বিশেষ করে উত্তরে চা শিল্পের জন্য এবার অন্তত কেন্দ্রীয় বাজেট দিশা দেখাবে বলে আশা করেছিল ব্যবসায়ীমহল । কিন্তু গোটা বাজেটে চা শিল্প তো বটেই, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে কোনও বরাদ্দই রাখেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । হতাশ উত্তরের চা শিল্পমহল ।
এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে উত্তরের চা শিল্পের হাল ফেরাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছিল একাধিক চা সংগঠন । কিন্তু প্রত্যেকবারের মতো এবারের বাজেটেও চা শিল্প নিয়ে কোনও উল্লেখই নেই ।
এই বিষয়ে স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, "উত্তরের একমাত্র আর্থসামাজিক উন্নয়নের সম্বল চা শিল্প । প্রতিবার আমরা চা শিল্পের হাল ফেরাতে স্পেশাল প্যাকেজের দাবি রাখি । কিন্তু এবারও বাজেটে তার কোনও উল্লেখ নেই । অনেক রুগ্ন চা বাগান রয়েছে । একাধিক বন্ধ চা বাগান রয়েছে । সেগুলোর হাল ফেরাতে এবারের বাজেটেও কোনও প্যাকেজ রাখা হল না । এই বাজেটে বিহার, অরুণাচলপ্রদেশ, অসম এমনকি সিকিম উপকৃত হল । আমরা চূড়ান্ত হতাশ ।"