পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কংক্রিট নয়, আগের মতো কাঠের 'হলং বাংলো' ফেরানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের - Hollong Bungalow Fire

Hollong Bungalow Fire: 'হলং বাংলো'-কে পুজোর বুকিং শুরুর আগে পুরনো চেহারায় ফেরানোর দাবি উঠল ৷ ডুয়ার্সে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীমহলের তরফে এই দাবি তোলা হয়েছে ৷ অর্থাৎ, কংক্রিটের অট্টালিকা নয়, কাঠ দিয়ে আগের মতো করেই হলং বাংলো তৈরি করার দাবি উঠেছে ৷

ETV BHARAT
আগের মতো কাঠের 'হলং বাংলো' ফেরানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 6:15 PM IST

জলপাইগুড়ি, 21 জুন: কংক্রিটের বাড়ি নয় চলবে না ৷ আগের মতো কাঠের হলং বাংলোকে ফিরিয়ে দিতে হবে ৷ বর্ষার মরশুমে জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার তিনমাসের মধ্যে সেই পুরনো রূপে কাঠের হলং বাংলো বানিয়ে ফেলার দাবি তুলল ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা ৷ মূলত, পুজোর মরশুমে হলং বাংলোয় পর্যটকদের যে বুকিং হয়, তা পর্যটন ব্যবসায়ীদের কাছে বেশ লাভজনক ৷ তাই পুজোর বুকিং শুরু হওয়ার আগে, ভস্মীভূত হওয়া হলং বাংলোকে পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে ৷

বর্ষা বিদায় নিতেই পুজো চলে আসবে ৷ আর তখন থেকেই শুরু হয়ে যাবে হলং বাংলোর বুকি ৷ ফলে হলং বাংলো সময়ে তৈরি না হলে, ডুয়ার্সের পর্যটনে ব্যাপক ক্ষতি হবে বলে দাবি ব্যবসায়ীদের ৷ সঙ্গে পর্যটনের উপর নির্ভর সেখানকার যে সকল মানুষের জীবিকা চলে, তাঁরাও সংকটে পড়বেন ৷ ব্যবসায়ীদের কথায়, জলদাপাড়া পর্যটন মানেই হলং বাংলো ৷ আর সেখানে হলং বাংলো না থাকলে, হতাশ হবেন পর্যটকরাও ৷

এনিয়ে ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ফোরামের সহকারি সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, "আমাদের গর্বের হলংকে পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে ৷ কংক্রিটের বাড়ি নয় ৷ আগের মতোই কাঠের তৈরি হলং বাংলো চাই ৷ আমরা চাই ফের আগের গৌরব ফিরে পাক হলং ৷ রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি ৷ উত্তরবঙ্গের মুখ্য বনপালকে জানিয়েছি ৷ এই সময় তিনমাস পর্যটকদের জঙ্গলে প্রবেশ বন্ধ ৷ জঙ্গল বন্ধের তিনমাসের মধ্যে হলংকে আগের মতো করে বানিয়ে দিতে হবে ৷"

রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় জানান, "ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গিয়েছে ৷ ফরেনসিক এক্সপার্টদের রিপোর্ট পাওয়া গেলেই আগুন লাগার কারণ জানতে পারব ৷ আগুন কেউ লাগিয়েছে, সে রকম কিছু পাওয়া যায়নি ৷ প্রাথমিকভাবে এটাই পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যেই জলদাপাড়ার রেঞ্জার একটি অভিযোগ দায়ের করেছেন ৷ তবে, এখনি হলং বাংলো তৈরি করার বিষয়ে কিছু বলতে পারব না ৷ যদিও রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনপ্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে হলং-এর আগের গৌরব ফিরিয়ে দেওয়া যায় কি না, সেই বিষয়ে স্বচেষ্ট হবেন ৷"

গত 18 জুব রাত 9টা নাগাদ আগুন লেগে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়, জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বাংলো । মাত্র এক ঘণ্টার মধ্যে ছাই হয়ে যায় সবকিছু ৷ আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই হলং বাংলোটি স্বনামধন্য ব্যক্তিত্বদের স্মৃতি বিজড়িত ৷ সেই স্মৃতি ফিরে না এলেও, হলংকে ফের তার পুরনো চেহারায় ফিরিয়ে আনার দাবি উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details