পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেনাবাহিনীতে যোগদানে পড়ুয়াদের উৎসাহী করতে বিএসএফের অস্ত্র প্রদর্শনী - Workshop of BSF

Border Security Force: কেন্দ্রের সশস্ত্র বাহিনীতে যোগদানে পড়ুয়া ও এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতে এগিয়ে এল বর্ডার সিকিউরিটি ফোর্স ৷ মালদার স্কুলে অনুষ্ঠিত হল কর্মশালা ও অস্ত্র প্রদর্শনী ৷

Malda News
মালদার স্কুলে বিএসএফের অস্ত্র প্রদর্শনী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 9:53 PM IST

মালদা, 11 জুন: পড়ুয়া ও এনসিসি ক্যাডেটদের রাষ্ট্রীয় সুরক্ষায় যোগদানে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ । মঙ্গলবার মালদা শহরের মডেল মাদ্রাসায় একটি কর্মশালা ও অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি ভিটি কায়ারকর, বিএসএফের মালদা সেক্টরের সিও, এনসিসি মালদা জোনের কমান্ড্যান্ট-সহ অন্যান্যরা ।

এদিন স্কুলের কনফারেন্স হলে এনসিসি ক্যাডেটদের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের জীবন যাত্রা, যুদ্ধ পরিস্থিতি, খেলাধুলোয় অবদান-সহ নানা বিষয় ভিডিয়োগ্রাফির মাধ্যমে দেখানো হয় । সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের যোগদানের পুরো প্রক্রিয়া ক্যাডেটদের সামনে তুলে ধরেন বিএসএফ আধিকারিকরা । পরে তাদের সামনে ক্যাডেট থেকে বিএসএফের ডিআইজি পদে পৌঁছনোর অভিজ্ঞতা তুলে ধরেন ভি টি কায়ারকর। সবশেষে এনসিসি ক্যাডেট ও স্কুল পড়ুয়াদের সামনে বিএসএফের অস্ত্র প্রদর্শনী করা হয় । যেখান থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করেন ক্যাডেটরা ।

মালদার স্কুলে বিএসএফের কর্মশালা (নিজস্ব ভিডিয়ো)

এই বিষয়ে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি ভি টি কায়ারকর বলেন, "আজ 11 বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির কম্বাইনড বার্ষিক ট্রেনিং ক্যাম্প করা হয়েছে । এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতে এবং আর্মড ফোর্সে যোগদানে উৎসাহী করতে বিএসএফের পক্ষ থেকে আমরা এসেছি । কীভাবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগদান করা যায়, কোন কোন পদে তারা যোগদান করতে পারে সে সব তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি । পাশাপাশি আজ এখানে অস্ত্র প্রদর্শনীও করা হয়েছে । সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগদানের ক্ষেত্রে এনসিসি ক্যাডেটদের বাড়তি সুবিধে দেওয়া হয় ।"

56 পুরুষ মাঝে অকুতোভয় ! চিনুন বিএসএফের প্রথম মহিলা স্নাইপার সুমনকে

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রানি বেগম বলেন, "পশ্চিমবঙ্গ ও সিকিম জোনের পক্ষ থেকে আমরা চারজন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়েছিলাম । সেখানে আমি ডিজি অ্যাপ্রিসিয়েট মেডেল পেয়েছি । আজ বিএসএফের আধিকারিকরা আমাদের উৎসাহিত করতে এসেছেন । এখানে অস্ত্র প্রদর্শনীও করা হয়েছে । আমি তিন বছর ধরে এনসিসিতে রয়েছি । এতে যোগদানের ফলে আমরা এসব সুবিধে পাচ্ছি । সমস্ত পড়ুয়াদের কাছে আমার অনুরোধ আপনারাও এনসিসিতে যোগদান করুন ।"

ABOUT THE AUTHOR

...view details