কলকাতা, 21মে: সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বন্ধ হল বাল্যবিবাহ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বাল্যবিবাহ প্রতিরোধ করল বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU)। মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাট থানার ঘোজাডাঙা সীমান্ত লাগোয়া পানিতর গ্রামের ঘটনা। নাবালিকার পরিবারকে সতর্কও করা হয়েছে। 18 বছর সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে । বিএসএফ অধিকারিক বলেন, "শোষণ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও বাল্য বিবাহ প্রতিরোধ অন্যতম কাজ।"
সূত্রের খবর, পানিতরের ব্রাহ্মণপাড়া এলাকায় ছাবিনা খাতুনের (নাম পরিবর্তিত) বিবাহের আসর বসেছিল ৷ বিএসএএফের কাছে গোপন সূত্রে খবর আসে সেখানে বাল্য বিবাহের আয়োজন হচ্ছে ৷ এরপরই ওই গ্রামে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী ৷ বসিরহাট পুলিশ এবং কলকাতার সমাজসেবামূলক বেসরকারি সংস্থার (মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার) সহযোগিতায় বর্ডার সিকিউরিটি ফোর্সের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (এএইচটিইউ) নাবালিকা বিয়েতে হস্তক্ষেপ করে ৷ নাবালিকার সঙ্গে কথা বলে তাঁর বক্তব্য শোনে। পরিবারের কোন কোন সদস্য জোর পূর্বক বিয়ে দিচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এরপরই বিয়ে বন্ধ করে দেয় ৷