পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইকে লুকিয়ে রাখা সাড়ে তিন কোটির সোনা উদ্ধার বিএসএফের, ধৃত পাচারকারী

বাইকে লুকিয়ে সোনা পাচার ৷ পাচারকারীকে ধরল বিএসএফ ৷ উদ্ধার সাড়ে তিন কোটি টাকার সোনা ৷ বৃহস্পতিবার রাতে নদিয়ায় ঘটনাটি ঘটে ৷

BSF SEIZED GOLD
বাইকে লুকিয়ে রাখা সাড়ে তিন কোটির সোনা উদ্ধার বিএসএফের, ধৃত পাচারকারী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 5:37 PM IST

কলকাতা, 11 অক্টোবর: সীমান্তে চোরাচালান রুখতে বড় সাফল্যে পেল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) । দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা গোয়েন্দা শাখার সহযোগিতায় ভারতে সোনা পাচারের এক পাণ্ডাকে আটক করেছে । নদিয়ার 32 ব্যাটালিয়নের অধীনস্থ বর্ডার ফাঁড়ির (বিওপি) হরন্দিপুরের কাছে ওই চোরাকারবারীকে আটক করা হয় ।

বৃহস্পতিবার রাতে তাঁর মোটরবাইকের ভিতরে লুকিয়ে রাখা 4.671 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় । ধৃতকে এবং বাজেয়াপ্ত হওয়া সোনা তদন্তের জন্য কলকাতার ডিআরআই-এ হস্তান্তর করা হয়েছে ।

সাড়ে তিন কোটির সোনা উদ্ধার বিএসএফের (নিজস্ব চিত্র)

বিএসএফের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা ইউনিটের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চোরাচালানের বিষয়ে সতর্ক করা হয়েছিল সীমান্তের রক্ষীদের ৷ সেই তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন নদিয়া জেলার এক বাসিন্দাকে সীমান্তে আটক করে তাঁর মোটরবাইক তল্লাশি করেন বিএসএফ জওয়ানরা ।

ওই ব্যক্তির বাইকের এয়ার ফিল্টারে লুকানো দু’টি সোনার বার এবং 18টি সোনার বিস্কুট খুঁজে পাওয়া যায় সেই তল্লাশিতে । ওই সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন ওই চোরাকারবারী । সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করা হয় ৷ বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা ৷

জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, সে আগের রাতে বাংলাদেশের বোজতলা গ্রামের আলমগীর নামের একজনের কাছ থেকে সোনার চালানটি পেয়েছিল । তার পর সেটা বাইকে লুকিয়ে নিয়ে আসছিল ৷

এই সফল অপারেশনের কথা বলতে গিয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি নিলোপ্তল কুমার পাণ্ডে জওয়ানদের প্রচেষ্টার প্রশংসা করেন । তিনি সীমান্তের বাসিন্দাদের সোনা চোরাচালান সংক্রান্ত যেকোনও তথ্য বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন 14419 নম্বরে বা 9903472227 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে অনুরোধ করেন । তিনি আশ্বাস দেন যে তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে এবং তাঁদের পরিচয় গোপন রাখা হবে ।

ABOUT THE AUTHOR

...view details