কলকাতা, 5 সেপ্টেম্বর:শিক্ষক দিবসে বিকাশ ভবনে বসে অবসরের দোরগোড়ায় আসা শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, 60 পার হওয়া সেই সমস্ত শিক্ষক যাঁরা টানা 10 বছর কাজ করার অভিজ্ঞতা না-থাকার জন্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের আদালতের দরজায় গিয়ে দাঁড়াতে হচ্ছে পেনশনের দাবিতে । এক্ষেত্রে 10 বছরের থেকে পাঁচ-ছয় মাস কম অভিজ্ঞতা থাকার জন্য যাঁরা পেনশন থেকে বঞ্চিত হচ্ছিলেন, এবার তাঁদের পেনশনের ব্যবস্থা করে দেবে রাজ্যশিক্ষা দফতরই ।
এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেউ যদি 9 বছর 6 মাস নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন, বিদ্যালয় শিক্ষা দফতরের হাতে ক্ষমতা আছে 6 মাসের ঘাটতি মার্জনা করে ওই শিক্ষকের পেনশন সুনিশ্চিত করা । এতদিন পর্যন্ত শিক্ষা দফতর স্বতঃপ্রণোদিত হয়ে এই নিয়ে পদক্ষেপ করত না । অধিকাংশ ক্ষেত্রেই আগে উচ্চ আদালতে গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হত ।
এই অসুবিধার কথা মাথায় রেখে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, কোনও শিক্ষকের কর্মজীবন 9 বছর 6 মাস বা 10 বছরের কম হলে আবেদনের ভিত্তিতে যোগ্য কর্মপ্রার্থীদের পেনশন দেবে । এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়েই দফতর এই ঘাটতি মার্জনা করবে ।
এর পাশাপাশি স্কুল ও কলেজের বিভিন্ন অভিযোগ শোনার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করল শিক্ষা দফতর । এই নম্বরটি হল 9088885544। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিক্ষক থেকে ছাত্রছাত্রী ও কর্মীরা তাঁদের যে কোনও সুবিধা ও অসুবিধায় সরাসরি এই নম্বরে ফোন করে শিক্ষা দফতরের সাহায্য চাইতে পারেন ৷
হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল শিক্ষা দফতর (নিজস্ব চিত্র) প্রসঙ্গত, প্রতি বছর শিক্ষা দফতরের তরফ থেকে জাঁকজমকপূর্ণভাবে শিক্ষক দিবস পালন করা হয় । এবছর অবশ্য আরজি কর আবহে সেই উদযাপন স্থগিত রেখেছে শিক্ষা দফতর । তার বদলে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিনটিকে পালন করল শিক্ষা দফতর । এদিন শিক্ষা দফতরের সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু ছাড়াও ছিলেন দফতরের সচিব বিনোদ কুমার । ছিলেন অন্যান্য দফতরের আধিকারিকরাও ।