কলকাতা, 8 ফেব্রুয়ারি: বই কিনলেই হাতে পাবেন একটি সিগারেটের বাক্স ! কিন্তু, সেই বাক্সে নেই একটিও সিগারেট ৷ তবে, বাক্স খুললেই পাওয়া যাবে বিভিন্ন রকমের তথ্য ৷ ঠিক যেন স্বদেশী আন্দোলনের মুহূর্তকে ফিরিয়ে দেওয়া ৷ কালী সিগারেট, ব্রিটিশ আমলে অধিকাংশ স্বদেশী নেতাদের পকেটে থাকত এই সিগারেট ৷ তবে শুধু সিগারেট নয় ৷ ওই বাক্সের মাধ্যমে স্বদেশীদের মধ্যে আদানপ্রদান হতো তথ্যও ৷
তবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে গিয়েছে এই কালী সিগারেট ৷ কিন্তু, এবছরের বইমেলায় তা ফের একবার হাতে নিয়ে উপভোগ করার সুযোগ এনে দিয়েছেন কলেজপাড়া প্রকাশনী ৷
কলকাতা বইমেলায় বই কিনলেই মিলছে স্বদেশী আন্দোলনের সময়ের দুষ্প্রাপ্য সিগারেট ! (ইটিভি ভারত) বইমেলার 1 নম্বর গেটের কাছে 116 নম্বর স্টল ৷ সেখানে গেলেই বড়-বড় করে লেখা 'কালীমায়ের বোমা' ৷ সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই দেখা যাবে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা দু’টি বই ৷ তার মধ্যে একটি হল 'বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব', অন্যটি হল 'কালীমায়ের বোমা' ৷
লেখক অভিষেক চট্টোপাধ্যায় দু’টি বই লিখেছেন বহু তথ্য দিয়ে ৷ যার মধ্যে 'বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব' প্রকাশিত হয়েছে গত বছরের বইমেলায় ৷ আরেকটি এবছর ৷ এই বই প্রসঙ্গে লেখক অভিষেক চট্টোপাধ্যায় বলেন, "বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব কী করে সশস্ত্র বিপ্লবের সঙ্গে জড়িয়ে যায়, সেই নিয়ে এই বই ৷ আর কালী সিগারেট মূলত বিপ্লবীদের পকেটে ঘুরতো ৷ তাই তার একটু রেপ্লিকা তৈরি করে আমরা বইয়ের সঙ্গে দেওয়ার চেষ্টা করেছি ৷ যাতে পাঠকরা সেই অনুভূতিটা বুঝতে পারেন ৷"
সশস্ত্র স্বদেশী আন্দোলন নিয়ে লেখা বই ৷ (নিজস্ব ছবি) এর সঙ্গে কালী ঠাকুরের বেশ কিছু রূপ পাঠকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ এই ছবিগুলি লেখক ক্যালকাটা আর্ট স্টুডিও থেকে সংগ্রহ করেছেন বলে জানান ৷ শক্তি আরাধনা করার জন্য এই ছবিগুলি ব্যবহার করতেন স্বদেশী আন্দোলনকারীরা ৷
এই বই প্রসঙ্গে কলেজপাড়া প্রকাশনীর সায়ন ভট্টাচার্য বলেন, "বাংলায় ইতিহাসের পুনর্গঠন খুব কম হয়। এই বইটা তার ওপর ভিত্তি করেই লেখা। বই মেলাতেও বেশ ভালো সাড়া মিলেছে আমাদের। আমাদের প্রথমে প্রকাশিত হয়েছিল বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব ৷ এই বছর ওই বইয়ের আগের পর্ব প্রকাশিত করা হয়েছে ৷ যার নাম কালীমায়ের বোমা ৷ অর্থাৎ, সাধারণত আমরা যেটা দেখি, একটা বইয়ের পরবর্তী পর্বটি পরে প্রকাশিত হয় ৷ আমরা এক্ষেত্রে তার উল্টোটা করেছি ৷"
বাংলার সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম নিয়ে লেখা বই 'বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব' ৷ (নিজস্ব ছবি) এই বই কিনেছেন এক পাঠক শুচিস্মিতা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "কালী সিগারেট-সহ বাকি জিনিসগুলি দেখে ভালো লাগল ৷ অনেক কিছু জানতে পারব ৷ আমি আশাহত হব না-বলেই মনে হচ্ছে ৷"