কলকাতা, 26 ফেব্রুয়ারি: ফের খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার । এবার ঘটনাস্থল টেকনিশিয়ান স্টুডিয়োর ঠিক পাশে । যুবকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, তাঁর দেহের ঠিক পাশেই পড়েছিল একটি হেলমেট । তবে আশেপাশে কোনও বাইক ছিল না । ফলে রহস্য আরও বেড়েছে ৷
আজ ভোররাতে দেহটি উদ্ধার হয়েছে । ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা এলাকা । পথচলতি মানুষ দেহটি পড়ে থাকতে দেখে রিজেন্ট পার্ক থানায় খবর দেন । পরে পুলিশ এসে দেহটি সেখান থেকে তুলে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় । ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দেহটি কীভাবে ঘটনাস্থলে এল সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি । হেলমেট আছে, অথচ বাইক নেই ৷ এই বিষয়টি আশ্চর্যকর। খুন নাকি পথ দুর্ঘটনা সেই বিষয়টি ময়নাতদন্তে রিপোর্ট আসলে বোঝা যাবে। ইতিমধ্যেই আমরা স্থানীয় রিজেন্ট পার্ক থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি ।’’