পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গভীর সমুদ্রে উলটে গেল ট্রলার ও ইলিশ ভর্তি নৌকা, আহত 3 মৎস্যজীবী - Trawler overturns in Gangasagar - TRAWLER OVERTURNS IN GANGASAGAR

Fishermen Injured in Gangasagar: নিষেধাজ্ঞা সত্ত্বেও গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে উলটে গেল ট্রলার ও ইলিশ ভর্তি 2টি নৌকো ৷ ঘটনায় আহত হয়েছেন 3 মৎস্যজীবী ৷ প্রায় 50 থেকে 60 কুইন্টাল ইলিশ মাছ সমুদ্রে ভেসে গিয়েছে ৷

Trawler overturns in Gangasagar
গঙ্গাসাগরে উলটে গেল নৌকা ও ট্রলার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 12:37 PM IST

Updated : Jul 22, 2024, 12:57 PM IST

গঙ্গাসাগর, 22 জুলাই: মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার ৷ পাশাপাশি উলটে গেল ইলিশ বোঝাই দু'টি নৌকাও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে ৷ নিরাপদে উদ্ধার করা হয়েছে দু'টি নৌকায় থাকা বেগুয়াখালির 17 জন মৎস্যজীবীকে ৷ তবে তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে সাগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

ইলিশ ভর্তি নৌকা উলটে আহত মৎস্যজীবীরা (ইটিভি ভারত)

এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "রবিবার কাকদ্বীপের মৎস্য বন্দর থেকে এফবি মোল্লেশ্বর নামে একটি ট্রলার মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল । উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের নীচের অংশ ফুটো হয়ে যায় । সেই ফুটো দিয়ে জল ঢুকতে থাকে ট্রলারটিতে । এরপরেই ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার শুরু করে দেয় ৷ তাঁদের চিৎকার শুনে উদ্ধারকার্যে এগিয়ে আসে অন্য আরেকটি ট্রলার। অন্যান্য মৎস্যজীবী ট্রলারে সহযোগিতায় ডুবন্ত ট্রলারটি থেকে মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে । কিন্তু উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটিকে উদ্ধার করা যায়নি। ট্রলারটিকে উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার ইতিমধ্যে রওনা দিয়েছে ।"

বাংলায় কথা প্রচলিত রয়েছে, তীরে এসে তরী ডুবে যাওয়া । এই ঘটনায় সেই কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল গঙ্গাসাগরের কয়েকজন মৎস্যজীবীদের সঙ্গে । প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দফতর । কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে জীবন-জীবিকার টানে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিলেন গঙ্গাসাগরের বেগুয়াখালির কয়েকজন মৎস্যজীবী ।

বাঙালির রসনাতৃপ্তিতে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেয় মৎস্যজীবীদের নৌকাগুলি। মাছ ধরার পর নৌকাগুলি বেগুয়াখালির বন্দরের দিকে আসছিল । সেই মুহূর্তে পূর্ণিমার কোটালের জেরে উত্তাল হয়ে ওঠে সমুদ্র ৷ ঢেউয়ের কারণে তড়িঘড়ি মাছ ভর্তি দু'টি নৌকো উপকূলের দিকে আসার চেষ্টা করছিল । একেবারে উপকূলের খুব কাছে চলে আসার পর একটি বিশালকার ঢেউ সবকিছু মুহূর্তের মধ্যে তছনছ করে দেয় ।

ঢেউয়ের তোরে উপকূলের কাছে এসে উলটে যায় দু'টি মাছ ভর্তি নৌকা। এরপর মৎস্যজীবীরা চিৎকার করতে থাকে তাদের করুণ আর্তনাদ শুনে উদ্ধারকাজে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য মৎস্যজীবীরা। নিরাপদে সকল মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তবে দু'টি নৌকায় থাকা প্রায় 50 থেকে 60 কুইন্টাল মাছ উদ্ধার করা সম্ভব হয়নি । ওই ইলিশ মাছের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবব্রত মণ্ডল জানান, "পূর্ণিমার কোটালের জেরে নদীতে এমনিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। কোটালের জেরে উত্তাল হয়েছে সাগর ৷ আমরা দেখি উপকূলের কাছে দু'টি নৌকা উলটে গিয়েছে ৷ আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই এবং মৎস্যজীবীদের উদ্ধার করি। দু'টি নৌকায় থাকা সকল মৎস্যজীবীরা সুস্থ রয়েছে । আমরা দড়ি দিয়ে দু'টি নৌকাকে টেনে তীরে তোলার চেষ্টা চালাই । কিন্তু এই সময় নৌকায় থাকা বেশিরভাগই মাছ ভেসে চলে গিয়েছে ।"

Last Updated : Jul 22, 2024, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details