গঙ্গাসাগর, 22 জুলাই: মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার ৷ পাশাপাশি উলটে গেল ইলিশ বোঝাই দু'টি নৌকাও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে ৷ নিরাপদে উদ্ধার করা হয়েছে দু'টি নৌকায় থাকা বেগুয়াখালির 17 জন মৎস্যজীবীকে ৷ তবে তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে সাগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "রবিবার কাকদ্বীপের মৎস্য বন্দর থেকে এফবি মোল্লেশ্বর নামে একটি ট্রলার মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল । উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের নীচের অংশ ফুটো হয়ে যায় । সেই ফুটো দিয়ে জল ঢুকতে থাকে ট্রলারটিতে । এরপরেই ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার শুরু করে দেয় ৷ তাঁদের চিৎকার শুনে উদ্ধারকার্যে এগিয়ে আসে অন্য আরেকটি ট্রলার। অন্যান্য মৎস্যজীবী ট্রলারে সহযোগিতায় ডুবন্ত ট্রলারটি থেকে মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে । কিন্তু উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটিকে উদ্ধার করা যায়নি। ট্রলারটিকে উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার ইতিমধ্যে রওনা দিয়েছে ।"
বাংলায় কথা প্রচলিত রয়েছে, তীরে এসে তরী ডুবে যাওয়া । এই ঘটনায় সেই কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল গঙ্গাসাগরের কয়েকজন মৎস্যজীবীদের সঙ্গে । প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দফতর । কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে জীবন-জীবিকার টানে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিলেন গঙ্গাসাগরের বেগুয়াখালির কয়েকজন মৎস্যজীবী ।