পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:46 AM IST

ETV Bharat / state

2022 সালের টেট পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল! প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ আদালতের

Primary TET 2022: 2022 সালের টেট পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল ৷ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানানোর নির্দেশ দিল আদালত ৷

ETV Bharat
টেট পরীক্ষায় ভুল প্রশ্ন

কলকাতা, 13 মার্চ: প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ ! আর এই অভিযোগে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷ 2012, 2014 ও 2017 সালের পর 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নেও ভুল ছিল ৷ এই অভিযোগে মামলা দায়ের হল হাইকোর্টে ৷ আদালত অবশ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে বুধবার এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে ৷ তা না হলে আদালত নিজেই হস্তক্ষেপ করবে বলেও জানিয়েছে ৷

মামলাকারীদের অভিযোগ, 2022 সালের টেট পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল রয়েছে ৷ কোনও ক্ষেত্রে প্রশ্ন ভুল, কোনও ক্ষেত্রে যে উত্তর পর্ষদ ঠিক করে দিয়েছে, সেগুলি ভুল বলে অভিযোগ করা হয়েছে ৷ এর আগে তিনবার টেট পরীক্ষা হয়েছে ৷ সেখানেও ভুল প্রশ্নের অভিযোগে মামলা হয় ৷

তবে 2014 সালের টেট পরীক্ষায় 6টি প্রশ্নের উত্তরে ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলেছিল ৷ শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, প্রার্থীদের 6 নম্বর দেওয়ার পর তাঁরা যোগ্য বিবেচিত হলে তাঁদের চাকরি দিতে হবে ৷ সেই নম্বর দেওয়া এবং কিছু প্রার্থীকে চাকরি দেওয়াকে কেন্দ্র করেও বেনিয়ম করা হয়েছে দাবি করে ফের হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ শেষ পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যায় এবং এখন নিয়োগ প্রক্রিয়া সিবিআই তদন্তের অধীন ৷

2022 সালের 13 ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় । প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৷ পরীক্ষার পরপরই টেটের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছিল ৷ যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল ছাপার ভুল, পরীক্ষার হলে সেটা পরীক্ষার্থীদের জানানো হয়েছিল ৷ তবে ভবিষ্যতে যাতে এই রকম না হয়, সেই চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । এদিকে এই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. 22'র প্রাথমিক টেটে ভুল প্রশ্ন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দায়ের মামলা
  2. পরীক্ষা ছাড়াই স্কুল সার্ভিস কমিশনে সাতশোর বেশি শিক্ষক নিয়োগ
  3. পর্ষদের প্রকাশ করা প্যানেলকে চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ বিএড এবং ডিএলএড ডিগ্রিধারীরা

ABOUT THE AUTHOR

...view details