কলকাতা, 9 নভেম্বর: আরজি করের নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর ন্যায় বিচারের তিনমাস । পথে নামল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট । শনিবার তারা রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে ফুটিয়ে তুলেছে দ্রোহের গ্যালারি । তাদের আন্দোলনের প্রত্যেকটি চিত্রকে তারা এদিন তুলে ধরেছে সেখানে । 9 অগস্ট থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রত্যেকটি রূপরেখা তাদের এই গ্যারালিতে জায়গা পেয়েছে । ফুটিয়ে তোলা হয়েছে 14 অগস্ট রাতে আরজি করে দুষ্কৃতীদের হামলার ছবিও ।
দ্রোহের গ্যালারির পাশাপাশি এদিন আরজি কর হাসপাতালে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের । আরজি করের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও এদিন এই শিবিরে রক্ত দিলেন ৷ এছাড়াও অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান চিকিৎসক সৈকত নিয়োগী-সহ বিভাগের অন্যান্য অধ্যাপক চিকিৎসকরা রক্তদান শিবিরে অংশ নেন ৷ রক্তদান শিরিরে শামিল হয়েছেন আরজি কর হাসপাতালে থাকা রোগী পরিবারের লোকজনও । এছাড়াও বহু মানুষ আন্দোলনকে সমর্থন জানাতে এই রক্তদান শিবিরে অংশ নিতে এসেছেন ।
আরজি কর হাসপাতাল চত্বরে দ্রোহের গ্যালারি, রক্ত দিলেন এমএসভিপি-সহ রোগীর পরিবার (ইটিভি ভারত) এদিনের কর্মসূচি প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক অনুপম রায় বলেন, "আমরা আজ দ্রোহের গ্যালারি করেছি । এর পাশাপাশি রক্তদান শিবির চলছে । আবার একটা নাগরিক মিছিলের আয়োজন করা হয়েছে ।" আরজি কর-সহ কলকাতার অন্যান্য হাসপাতালগুলিতেও দ্রোহের গ্যালারি করা হয়েছে ৷ আরজি কর-কাণ্ডের তিনমাস পূর্তিতে নাগরিক মিছিলের আয়োজন করা হয়েছে ৷ যেটি শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে ৷ শেষ হবে ধর্মতলায় ৷
দ্রোহের গ্যালারিতে আন্দোলনের ছবি (নিজস্ব ছবি) আরজি কর হাসপাতাল রক্তদান শিবির (নিজস্ব ছবি) অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে আজই । সেই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক অনুপম রায় বলেন, "ওরা প্রথম দিন থেকে আন্দোলনে ছিল ঠিক । তবে সেটা ন্যায়বিচারের নয় । ওরা সন্দীপ ঘোষের সাসপেন্ড আটকানোর জন্য আন্দোলন করছিল । ওরা থ্রেট কালচার চালিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন করেছিল ।"
আরজি কর হাসপাতাল চত্বরে দ্রোহের গ্যালারি (নিজস্ব ছবি)