কলকাতা, 1 জুন:এ যেন সুকুমার রায়ের 'হ য় ব র ল' গল্পের ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মতো ! অথবা সম্প্রতি হিন্দি সিনেমা 'গজনি'র গল্পের মতো ৷ যেখানে ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত ছিলেন সিনেমার নায়ক ৷ এবার লোকসভা ভোটের দিনও দেখা গেল তেমনই এক চরিত্র ৷ গল্পের মতোই বেমালুম কয়েক মিনিট আগের কথা ভুলে গেলেন তৃণমূল নেতা ৷ কিছু পরে মনে পড়লেও পালটা অযুহাত দিতেও দেখা গেল তৃণমূলের ব্লক সভাপতিকে ৷
সপ্তম তথা শেষ দফার ভোট চলাকালীন পাইকপাড়ার কাছাকাছি দুই নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি সুজন বসুকে দেখা গেল রীতিমতো মাইক নিয়ে ইভিএম মেশিনে এক নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার প্রচার চালাতে দেখা যায়। পরে অবশ্য তা বেমালুম ভুলেও গেলেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এমন কিছুই তিনি বলেননি ! এই নিয়ে এবার নির্বাচন কমিশের পক্ষ থেকে রিপোর্টও তলব করা হয়েছে ৷