পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার মঞ্চে জন বারলা, তৃণমূল-যোগের জল্পনা অবসানের পথে! - JOHN BARLA

আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের সরকারি অনুষ্ঠানে মঞ্চে হাজির বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা ৷ তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা আরও জোরালো হয়েছে ৷

ETV BHARAT
মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে কথা জন বারলার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 12:53 PM IST

Updated : Jan 23, 2025, 1:12 PM IST

জলপাইগুড়ি, 23 জানুয়ারি:জল্পনা কি অবসানের পথে ? বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা তৃণমূলে যোগ দেবেন বলে যে জল্পনা রাজনৈতিক মহলে চলছে, তা আরও জোরালো হল বৃহস্পতিবার রাজ্য সরকারের সরকারি অনুষ্ঠানে তাঁর যোগদানে । তিনি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন ।

দীর্ঘদিন থেকেই জন বারলার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যতা বাড়ছিল । আজ সেটা প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রীর সভায় সরাসরি জন বারলার উপস্থিতি দেখে । তবে তিনি আজই তৃণমূলে যোগ দেবেন কি না, তা এদিন স্পষ্ট না করলেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ পাশাপাশি প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর ৷

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জন বারলা (নিজস্ব চিত্র)

এদিন জন বারলা বলেন, "তিনদিন ধরে মুখ্যমন্ত্রী আছেন ডুয়ার্সে । ডুয়ার্সের উন্নয়নের জন্য । আমরা চাই উন্নয়ন । আমাকে কাজ করতে দেওয়া হয়নি বিজেপিতে । আমাদের হাত-পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল । আজ মুখ্যমন্ত্রীর সরকারি সভায় এসেছি, তাঁর সঙ্গে কথা হবে । তারপর সংবাদমাধ্যমে সব কথা বলব ।"

ডুয়ার্সে এই প্রথম রাজ্য পর্যায়ে নেতাজীর জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের ময়দানে নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিবস পালন-সহ সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা তৃণমূলে যোগ দিতে পারেন বলে বেশ কিছুদিন থেকেই জল্পনা চলছে ৷ সেই জল্পনাই আরও জোরালো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার জেলা সফরে । এদিন আলিপুরদুয়ারে হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির হন জন বারলা । বর্তমানে তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য তিনি দিল্লির এইমস হাসপাতালে ছিলেন । তবে হাসিমারায় মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে উড়ে আসেন তিনি । রাজনৈতিক মহল মনে করছে, জন বারলার তৃণমূলে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা ৷

আলিপুরদুয়ার আসনে 2019 সালের লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন জন বারলা । কিন্তু 2024 সালের নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট না-দিয়ে আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গাকে প্রার্থী করে ৷ সেই থেকে মনোজ টিগ্গা এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বারলা ৷ গত কয়েকদিনে দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা যায়নি ৷

বিজেপির সঙ্গে ক্রমে তাঁর দূরত্ব তৈরি হতে থাকে এবং তার প্রভাবও কিছুটা লক্ষ্য করা যায় ভোটবাক্সে । 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে বিজেপি জিতলেও তাদের জেতার মার্জিন 2019-এর নির্বাচনের থেকে এক লক্ষাধিক কমে যায় । এরপর মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি হেরেছে। এই দুই নির্বাচনে তৃণমূলের ভালো ফলাফলের নেপথ্যে যে জন বারলা ফ্যাক্টর কাজ করেছিল, তা তৃণমূল নেতারাও জানেন । এরপর গতকাল সরাসরি বিজেপির বিরুদ্ধে তরাই-ডুয়ার্সের উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি ৷ আর এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে ৷ তিনি অবশেষে কবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেটাই দেখার ।

Last Updated : Jan 23, 2025, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details