দুর্গাপুর, 5 মে: আসানসোল লোকসভা এবং জামুড়িয়া বিধানসভার বিজেপি কর্মীদের বাড়িতে হানার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ রবিবার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের খোট্টাডিহি গ্রামে অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে এবং ওই এলাকায় চা-চক্রে যোগ দিতে আসার কথা ছিল আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দির সিং আলুওয়ালিয়ার। সেই মত বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা জমায়েতও করেন শ্যামলা গ্রামে। অভিযোগ আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বিজেপি কর্মীদের একাধিক বাড়িতে।
জামুরিয়া বিধানসভার বিজেপির কো-কনভেনার গৌতম মণ্ডলের অভিযোগ, "আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়াজির শ্যামলা গ্রামে একটি চা চক্রে যোগ দিতে আসার পাশাপাশি অসুস্থ আর বিজেপি কর্মীকে দেখতে আসার কথা ছিল। সেই মতো আমাদের কর্মীরা জমায়েত করেছিল। হঠাৎ, সিদ্ধার্থ রানা, অসিত মণ্ডল এবং যুধিষ্ঠির নামের বালি মাফিয়ারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালায়। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। আমাদের কাছে ভিডিয়ো আছে ৷ তাতে তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলার দেওয়ার হুমকিও দিয়েছে।"
এরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই দাবি করেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, খোট্টাডিহি এলাকায় বেআইনি বালিরঘাট চালায় যুধিষ্ঠির। পুলিশ দাঁড়িয়ে থেকে এদেরকে মদত দিচ্ছে আর এরা বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করছে বলেও দাবি করেছে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।