ময়না (পূর্ব মেদিনীপুর), 26 এপ্রিল: রাজনৈতিক সন্ত্রাসে আবার উত্তপ্ত হয়ে উঠল ময়নার বাকচা। দীনবন্ধু মিদ্যা নামে 18 বছরের কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দীনবন্ধু মিদ্যার বাড়ি বাকচার গোড়া মহল গ্রামে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে খানিকটা দূরে একটি পান বরজের ভিতরে ওই কিশোরের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় ময়না থানায়। ময়না থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের দাবি, দীনবন্ধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দিনভর এলাকাতেই ছিল দীনবন্ধু। গতকাল সন্ধে হওয়ার পর থেকে বাড়ি থেকে মোবাইল নিয়ে বের হন দীনবন্ধু। রাত হলেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তখন খোঁজাখুঁজি শুরু হয়। এরপরই বাড়ির কিছুটা দূরে একটি পান বরোজের ভিতরে দীনবন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, দেহটি ঝুলে থাকলেও হাটুজোড়া মাটিতে ঠেকে ছিল এবং তাঁর পায়ে রক্তের দাগ দেখতে পাওয়া গিয়েছে।
মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিজেপি করার অপরাধে প্রতিনিয়ত তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালাত। তৃণমূল পরিকল্পিতভাবে দীনবন্ধুকে খুন করেছে। তারা এর কেন্দ্রীয় তদন্ত চাই। ঘটনার খবর শুনেই এলাকায় পৌঁছন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তবে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বিজেপির অবশ্য দাবি, গত বুধবার থেকেই নিখোঁজ ছিলেন দীনবন্ধু। নিহত যুবকের বাবা সুদর্শন মিদ্যা দলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে বিজেপি।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃতের পরিবারের তরফ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷
আরও পড়ুন:
- রাস্তার পাশে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার গাইঘাটায়, গ্রেফতার ভাই
- দাশনগরে ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
- মহানদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার নিখোঁজ সকল যাত্রীর দেহ, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর