পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন, নিজের গড় বাঁচাতে পারলেন না শুভেন্দু - CONTAI COOPERATIVE BANK ELECTION

সুপ্রিম কোর্টের নির্দেশে সমবায় ব্যাঙ্কের নির্বাচনের সুরক্ষার দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী ৷ ফলাফলে দেখা গেল, বিরাট জয় পেয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থীরা জিতেছেন 7টি আসনে ৷

Suvendu Adhikari
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

কাঁথি, 15 ডিসেম্বর: দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন হল কাঁথির সমবায় ব্যাঙ্কের 108টি আসনে ৷ নিজের গড় রক্ষা করতে ব্যর্থ হলেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ 108টির মধ্যে 100টি আসন পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৷ বাকি 7টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন ৷ একটি মাত্র আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন ৷

টানটান উত্তেজনার মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে ৷ সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছিল ৷ বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ তুলেছিলেন শুভেন্দুর বাবা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ৷ তিনি বলেন, "আগে ভোট হতো না ৷ এখন সঠিক ভোট হচ্ছে ৷ এবার চোরেরা পালাবে ৷"

এই নিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, "আজকে শিশিরবাবু যে কথা বলেছেন, সেটা সত্যি ! আগে শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন, তাই ভোট হত না ৷ তিনি সিলেকশন করতেন ৷ এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে ৷ সত্যিকারে চোরেরা পালিয়ে গিয়েছে ৷"

এই প্রথম কাঁথি সমবায় ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে ৷ ব্যাঙ্কের ভোটার সংখ্যা 80 হাজার 480 জন। 15টি কেন্দ্রে এদিন ভোট হয়েছে ৷ সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভোট দানের প্রক্রিয়া চলে ৷ তারপর গণনা শুরু হয় ৷

গণনা শেষে দেখা গেল 108 টি ডেলিগেটের মধ্যে 100 জনই তৃণমূল সমর্থিত প্রার্থী ৷ বাকি 7 জন বিজেপি সমর্থিত ৷ আর একটিতে জিতেছেন নির্দল প্রার্থী ৷ ভোটের ফল প্রকাশের পর বিজেপি নেতা কনিষ্ক পণ্ডার অভিযোগ, "এদিন সঠিকভাবে ভোট প্রক্রিয়া শেষ হয়নি। তাই আমরা আদালতে যাচ্ছি ৷"

ABOUT THE AUTHOR

...view details