পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় জগন্নাথের পর মুর্শিদাবাদে রাম মন্দির, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ঘোষণা বিজেপির - RAM MANDIR IN MURSHIDABAD

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর দু'দিনের মাথায় মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের কথা ঘোষণা করল বিজেপি ৷

BJP plans to construct Ram Mandir in Murshidabad
মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা করলেন জেলা বিজেপি নেতৃত্ব (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2024, 9:46 PM IST

Updated : Dec 13, 2024, 9:52 PM IST

বহরমপুর, 13 ডিসেম্বর: মাসখানেক বাদে অযোধ্যার রাম মন্দিরের বর্ষপূর্তি ৷ এদিকে দিঘায়পুরীর জগন্নাথের মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বছরের অক্ষয়া তৃতীয়ার দিন (এপ্রিল মাসের 30 তারিখ) মন্দিরের উদ্বেধন হবে। এই আবহে বিজেপিও মন্দির তৈরির তোড়জোড় শুরু করল ৷ মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের উদ্যোগ নিল জেলা বিজেপি নেতৃত্ব ৷

দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার জেলা কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান ৷ তিনি বলেন, "মুর্শিদাবাদ জেলায় আর্থিক অবস্থা খুব খারাপ। বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এই জেলার হার ফেরানো খুব দরকার। তাছাড়া ভারতের বিভিন্ন শহরে রামমন্দির আছে ৷ দিঘাতেও নাকি পুরীকে কেন্দ্র করে একটি মন্দির তৈরি হচ্ছে ৷ আর তাই আমাদের মনে হয়, মুর্শিদাবাদেও একটা রাম মন্দির নির্মাণের প্রয়োজন আছে ৷ রামচন্দ্রকে শুধু মন্দির দিয়ে বিচার করলে হবে না ৷ রামচন্দ্র একটা চরিত্র ৷ রামচন্দ্র ভারতের ঐতিহ্য ৷"

মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা করলেন জেলা বিজেপি নেতৃত্ব (ইটিভি ভারত)

এই রাম মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে বলে জানান বিজেপি নেতা ৷ তিনি বলেন, "2025 সালের 6 ডিসেম্বর বা 2026 সালের 22 জানুয়ারি সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ৷ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে সবটা হবে ৷" মন্দির তৈরির জন্য বহরমপুর থেকে বেলডাঙা এবং বহরমপুর থেকে ভরতপুরের মধ্যে মোট চারটি জমি পাওয়া গিয়েছে বলে জানান নেতা ৷ এই চারটির কোনও একটি জমিতে মন্দির হতে পারে। তবে জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ৷

দিন কয়েক আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির হুঙ্কার দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ এরপরই বাতাসে ভাসতে শুরু করে রাম মন্দির তৈরির জল্পনা ৷ এবার সাংবাদিক বৈঠক ডেকে তা স্পষ্ট করে দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ৷

হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির অভিপ্রায় প্রসঙ্গে বিজেপি নেতা শাখারভ সরকার বলেন, "বাবরি মসজিদ আর কেউ তৈরি করতে পারবেন না ৷ ওটা হুমায়ুন মসজিদ হতে পারে ৷ বাবর তৈরি করেছিলেন বলে সেটা বাবরি মসজিদ ছিল।" তৃণমূল বিধায়ককে কটাক্ষ করে বিজেপি নেতা আরও বলেন, " ওই নামে মসজিদ করতে হলে আগে নিজের নাম বাবর হতে হবে ৷ তিনি হুমায়ুন মসজিদ বানাতেই পারেন ৷ এ বিষয়ে আমার কিছু বলার নেই ৷"

Last Updated : Dec 13, 2024, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details