বর্ধমান, 30 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের কোনও ভাগাভাগি হবে না। বরং যারা রাজ্য ভাগের কথা বলে তাদের সমর্থন করে তৃণমূল কংগ্রেস। ভোট এলে মানুষকে সুড়সুড়ি দিয়ে মানুষকে দুই ভাগে বিভক্ত করে ভোটে জেতার চেষ্টা করে। কিন্তু বিজেপি এটা হতে দেবে না। বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে এসে এভাবেই শাসকদল তৃণমূলকে কড়া আক্রমণ করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
এদিন তিনি বলেন, "রাজ্যে শাসন করে রাজ্য সরকার। সমস্ত কিছু দেখার দায়িত্ব রাজ্য পুলিশের। অথচ এ রাজ্য আজ জঙ্গিদের কাছে সেফ জোনে পরিণত হয়েছে। শুধু আজকে নয় বিগত কয়েক বছর ধরেই সন্ত্রাসবাদীদের কাছে এই রাজ্য সেফ জোন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সেটা আরও সুন্দর হয়েছে। ফলে ভারতের বিরুদ্ধে যারা লড়াই ঘোষণা করে রেখেছে তারাও নিশ্চিন্তে এখানে ডেরা বেঁধেছে। তাদের সুরক্ষিত জায়গা এটা। এখানকার পুলিশ নাকে তেল দিয়ে ঘুমায়। অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সিকে কোনও ব্যবস্থা নিতে দেওয়া হয় না ৷"