জলপাইগুড়ি, 27 জুলাই: তৃণমূলের ইন্দো-ভুটান যৌথ রিভার কমিশনের প্রস্তাবকে সমর্থন করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায়। রাজ্য বিধানসভায় ভুটানের নদী থেকে হওয়া বন্যা রোধে ইন্দো-ভুটান নদী কমিশন তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে শুক্রবার ৷ আগামী 29 তারিখ বিস্তারিত আলোচনা হবে বিধানসভায়। বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রীও। সেই প্রস্তাবকে এবার সমর্থন করলেন বিজেপি সাংসদ। জয়ন্ত রায়ের মতো সব বিরোধী বিধায়ককে পাশে চেয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়ও ইন্দো-ভুটান রিভার কমিশন চাইছেন। তাঁর মতে, এই কমিশন হলে এখানকার মানুষের জন্য ভালো হবেই। তাঁর কথায়, "নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে। কমিশনের নামে পয়সা এদিকে-ওদিক হবে এটা মানব না। ভুটনা সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। ফলে বন্যা হচ্ছে। ভুটান আমাদের বন্ধু দেশ ৷ ভুটানের সঙ্গে আলোচনা করে একটা স্থায়ী সমাধান বের করুক যাতে এখানে বন্যা না হয়।"
আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "গোটা বিষয়টি ডুর্য়াসের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িয়ে। ভুটান থকে নেমে আসা নদীর জলে এলাকা তছনছ হয় প্রতিবার। আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই ভুখণ্ড বেঁচে যাবে ৷ জয়ন্ত কুমার রায়ের ভুমিকাকে সাধুবাদ জানাই। একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা এটাই আশা করি। আমার একান্ত অনুরোধ তাঁর পথ অনুসরণ করে অন্যরাও যেন বিধানসভায় একই মত পোষণ করেন ।"