পশ্চিমবঙ্গ

west bengal

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েই বিধানসভায় ঢুকবেন শুভেন্দুরা, দায়ের মামলা - BJP MOVES TO CAL HC

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 9:29 PM IST

Calcutta High Court: বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢুকতে দিতে হবে বিধানসভায় ৷ সেই আর্জিতে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ মামলা করেন।

Calcutta High Court
মামলা দায়ের হাইকোর্টে (ফাইল চিত্র)

কলকাতা, 2 অগস্ট: বিজেপি বিধায়কদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার ৷ প্রত্যেক বিধায়কের নিরাপত্তার দায়িত্বে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তবে বিধানসভায় তাঁদের প্রবেশাধিকার নেই ৷ এবার এই দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ মামলা করেন। আগামী মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হবে।

বিরোধী দলনেতার আইনজীবী সূর্যনীল দাস জানান, ভারতীয় জনতা পার্টির যতজন বিধায়ক আছেন তাঁদের প্রত্যেকের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে। কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, সম্প্রতি বিরোধী দলনেতার উপর হামলা হয়েছিল। পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই আদালতের কাজে এই আর্জি জানান হয়েছে।

কয়েকদিন আগে বিধানসভার অধিবেশন চলাকালীন নারী নির্যাতনের ঘটনা নিয়ে তুমুল হই-হট্টগোলের পর বেরিয়ে আসছিলেন বিজেপি বিধায়করা। মহিলা বিধায়করা বিধানসভার গেটে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বাকি বিধায়করাও সেখানে যোগ দেন। শুভেন্দু অধিকারী যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন তখন তাঁকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা যায় পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে।

শুভেন্দু অধিকারীর কাছে কিছু জানতে চান তৃণমূল বিধায়ক। শুভেন্দুও তাঁর দিকে এগিয়ে যান। কিছুক্ষণ বাকবিতণ্ডাও চলে দু'জনের মধ্যে। সেই সময়ই তপন তাঁকে ধাক্কা মারেন বলে অভিযোগ শুভেন্দুর। ঘটনার প্রতিবাদে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তারপরপই বিজেপি বিধায়কদের নিরাপত্তার দাবিতে স্পিকারকে চিঠি দেন বিরোধী দলনেতা।

ABOUT THE AUTHOR

...view details