পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘মানুষ পাশে আছে, কেন্দ্রীয় সরকার নেই’, ফের ফুল বদলাচ্ছেন হিরণ ?

লোকসভা ভোটে রাজ্যে আশানরূপ ফল হয়নি বিজেপি'র ৷ তারজন্য কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ।

BJP MLA Hiran Chatterjee
খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 4:24 PM IST

Updated : Nov 9, 2024, 5:00 PM IST

মেদিনীপুর, 9 নভেম্বর: প্রচারে এসে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন হিরণ চট্টোপাধ্যায় । খড়গপুর সদরের বিধায়ক এদিন বলেন, ‘‘মানুষ আমাদের সঙ্গে আছে ৷ তবে কেন্দ্রীয় সরকার চাইলে আমাদের প্রার্থী জিতবে ।’’ পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের জন্য শেষ লোকসভা নির্বাচনে তাঁকে হারতে হয়েছে ৷

13 নভেম্বর উপনির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভায় । যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও । বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে এদিন প্রচারে এসেছিলেন হিরণ চট্টোপাধ্যায় । বাড়ি বাড়ি লিফলেট বিলি করেন খড়গপুর সদরের বিধায়ক ৷ তারপরেই ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ।

খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

লোকসভা ভোটে হিরণকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তৃণমূল প্রার্থী দেবের কাছে হারতে হয়েছে তাঁকে ৷ এদিন হিরণ বলেন, ‘‘মানুষ আমাদের সঙ্গেই রয়েছে । কেন্দ্রীয় সরকার ঠিকঠাকভাবে ভোট করাতে পারলেই মেদিনীপুরে আমাদের প্রার্থী জিতবে । রাজ্য পুলিশের উপর ভরসা করে এই ভোটে জেতা যাবে না ।’’

কেন্দ্রীয় বাহিনীর ভোট করানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ভোট করায়নি ৷ কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে তৃণমূলকে জিতিয়েছে । সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকল আর ওরা বুথ দখল করে জিতে গেল । আমরা সিসিটিভি ক্যামেরাগুলি ফরেনসিক টেস্টের জন্য হাইকোর্টে পাঠিয়েছি ৷ কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট বলে দিয়েছে আমরা হাইকোর্টে ক্যামেরা পাঠাব না । এর থেকে স্পষ্ট, কেন্দ্র ও ইলেকশন কমিশন দু’জন মিলিয়ে বিজেপিকে হারিয়েছে লোকসভাতে । এরকম যদি ঘটনা ঘটে, তাহলে এখানেও একই অবস্থা হবে । বিজেপি কর্তারা অসহায়, মানুষ বিজেপিকে চাইলেও কিছু করার নেই ।’’

আরও পড়ুন

Last Updated : Nov 9, 2024, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details