পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাক্তারদের হাসপাতালের ভিতরে তালাবন্ধ করে রেখে দিতাম, কেন এই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক? - Amarnath Shakha Threats to Doctors - AMARNATH SHAKHA THREATS TO DOCTORS

Amarnath Shakha Threats to Onda Super Specialty Hospital Doctors: ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী ঠিকাকর্মী নিয়োগে তৃণমূলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৷ আর তার প্রতিবাদে হাসপাতালের গেটে বিক্ষোভ তৃণমূলেরই আরেক গোষ্ঠীর ৷ একই সঙ্গে এই নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ৷

Amarnath Shakha Threats Doctors
চিকিৎসকদের তালাবন্ধ করে রাখার হুঁশিয়ারির অভিযোগ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 9:13 PM IST

বাঁকুড়া, 2 অক্টোবর: ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের তালাবন্ধ করে রাখার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার ৷ ঠিকাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে এই হুঁশিয়ারি দিলেন ওন্দার বিধায়ক ৷ অভিযোগ, হাসপাতালের বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থায় 28 জন অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি করেছেন স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি উত্তম বিট ৷ অন্যদিকে, তৃণমূলের অন্য একটি গোষ্ঠী উত্তম বিট এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে একজোটে দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷

বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থায় 28 জন অস্থায়ী কর্মী নিয়োগে তৃণমূল ব্লক সভাপতি উত্তম বিট নিজের লোকজনদের ঢুকিয়েছে বলে অভিযোগ ৷ বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ এক্ষেত্রে উত্তম বিটকে সহযোগিতা করেছে ৷ আর তাই সরাসরি চিকিৎসকদের হাসপাতালের ভিতর তালাবন্ধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন ৷ এ দিন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অমরনাথ ও তাঁর দলের লোকজন ৷

চিকিৎসকদের তালাবন্ধ করে রাখার হুঁশিয়ারির অভিযোগ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

তিনি বলেন, "উত্তম বিট পুজোর আগে কারও থেকে 50 হাজার, তো কারও থেকে 70 হাজার টাকা নিয়ে অনৈতিকভাবে অস্থায়ী ঠিকাকর্মী নিয়োগ করিয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত ৷ আমরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতাম ৷ কিন্তু, ওখানে তৃণমূলের আরেক গোষ্ঠী, যারা সুযোগ নিতে পারেনি, তারা বিক্ষোভ দেখাচ্ছে ৷ কোনও অশান্তি যাতে না-হয়, তাই আমরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি ৷ নয়তো সব ডাক্তারদের হাসপাতালের ভিতরে তালাবন্ধ করে রেখে দিতাম ৷"

অন্যদিকে, তৃণমূল নেতা উত্তম বিটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে, তৃণমূলের আরেক গোষ্ঠী ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের গেটে বিক্ষোভ দেখায় এ দিন ৷ এক বিক্ষুব্ধ তৃণমূল কর্মীর অভিযোগ করেন, উত্তম বিট একা নন ৷ এই নিয়োগ দুর্নীতির সঙ্গে বিজেপির বিধায়ক অমরনাথ শাখাও রয়েছেন ৷ বিধায়ক ও উত্তম বিট ষড়যন্ত্র করে এই দুর্নীতি করেছেন ৷ যদিও, এই অভিযোগ নিয়ে উত্তম বিটের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও জবাব দিতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details