কলকাতা, 19 অগস্ট: আরজি করে চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক পরিণতি নিয়ে ক্ষোভের বারুদে পুড়ছে গোটা বাংলা ৷ বিচারের দাবিতে এককাট্টা বাঙালি ৷ এই আবহেই সোমবার দেশজুড়ে পালিত হল রাখিবন্ধন উৎসব ৷ এই দিন রাজ্যপালের হাতে রাখি পরিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা ৷ তাঁরা রাজ্যপালের পাশাপাশি রাখি পরান আমজনতাকেও ৷
বিজেপি মহিলা মোর্চার তরফে রাখিবন্ধনের সকালে পথে নেমেছিলেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, চিকিৎসক মধুছন্দা কর, দেবশ্রী চৌধুরী, পাপিয়া অধিকারী, কেয়া ঘোষ, পারমিতা দত্ত, ড. শতরূপা, শশী অগ্নিহোত্রী, শর্বরী মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে রাখি বাঁধেন ৷
তবে শুধুই যে রাজ্যপালের হাতে রাখি বাঁধতে তাঁদের রাজভবন যাত্রা, তা নয় ৷ রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন তাঁরা ৷ রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে পুলিশি বর্বরতার বেশকিছু ঘটনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন তাঁরা ৷ বিজেপি নেত্রীরা অভিযোগ করেন, আরজি করে নারীদের রক্ষা করার পরিবর্তে সন্ত্রাসকে মদত দিচ্ছে প্রশাসন ৷ পুলিশের হাতে নিরাপরাধ মানুষ নির্মম অত্যাচারের শিকার হচ্ছে বলেও অভিযোগ তাঁদের ৷ এর জন্য তাঁরা প্রশাসনকেই দায়ী করেছেন ৷ রাজ্যপালের কাছে তাঁদের প্রশ্ন, রক্ষকই যখন ভক্ষকে পরিণত হয়, তখন জনগণ ন্যায়বিচার পেতে কোথায় যাবে ?