পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালকে রাখি পরিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা বিজেপি মহিলা মোর্চার - Rakhi Purnima 2024

BJP Mahila Morcha celebrate Rakhi: রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে রাখি পরিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা ৷ এদিন তাঁরা সাধারণ মানুষের হাতেও রাখি পরিয়ে দেন ৷

ETV BHARAT
রাজ্যপালকে রাখি পরাচ্ছেন অগ্নিমিত্রা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 3:40 PM IST

কলকাতা, 19 অগস্ট: আরজি করে চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক পরিণতি নিয়ে ক্ষোভের বারুদে পুড়ছে গোটা বাংলা ৷ বিচারের দাবিতে এককাট্টা বাঙালি ৷ এই আবহেই সোমবার দেশজুড়ে পালিত হল রাখিবন্ধন উৎসব ৷ এই দিন রাজ্যপালের হাতে রাখি পরিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা ৷ তাঁরা রাজ্যপালের পাশাপাশি রাখি পরান আমজনতাকেও ৷

বিজেপি মহিলা মোর্চার তরফে রাখিবন্ধনের সকালে পথে নেমেছিলেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, চিকিৎসক মধুছন্দা কর, দেবশ্রী চৌধুরী, পাপিয়া অধিকারী, কেয়া ঘোষ, পারমিতা দত্ত, ড. শতরূপা, শশী অগ্নিহোত্রী, শর্বরী মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে রাখি বাঁধেন ৷

তবে শুধুই যে রাজ্যপালের হাতে রাখি বাঁধতে তাঁদের রাজভবন যাত্রা, তা নয় ৷ রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন তাঁরা ৷ রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে পুলিশি বর্বরতার বেশকিছু ঘটনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন তাঁরা ৷ বিজেপি নেত্রীরা অভিযোগ করেন, আরজি করে নারীদের রক্ষা করার পরিবর্তে সন্ত্রাসকে মদত দিচ্ছে প্রশাসন ৷ পুলিশের হাতে নিরাপরাধ মানুষ নির্মম অত্যাচারের শিকার হচ্ছে বলেও অভিযোগ তাঁদের ৷ এর জন্য তাঁরা প্রশাসনকেই দায়ী করেছেন ৷ রাজ্যপালের কাছে তাঁদের প্রশ্ন, রক্ষকই যখন ভক্ষকে পরিণত হয়, তখন জনগণ ন্যায়বিচার পেতে কোথায় যাবে ?

রাজভবনে বিজেপি মহিলা মোর্চা (নিজস্ব ভিডিয়ো)

এদিন কলকাতা শহরের একাধিক জায়গায় বিজেপি মহিলা মোর্চার রাখিবন্ধন কর্মসূচি পালিত হয় ৷ কলেজ স্কোয়ার এলাকায় এই উৎসবে অংশগ্রহণ করেন বিধায়ক তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল ৷ সম্প্রতি দিনহাটার বিধায়ক উদয়ন গুহ আরজি কর কাণ্ডে মহিলা আন্দোলনকারীদের পোশাক নিয়ে কিছু বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৷ এদিন অগ্নিমিত্রা এনিয়ে উদয়নকে সতর্ক থাকার পরামর্শ দেন ৷

তিনি বলেন, “ইতিহাস সাক্ষী আছে কীভাবে স্বৈরাচারী শাসন এবং তার সঙ্গে যুক্ত স্তাবকদের পতন ঘটেছে ৷ উদয়ন গুহর মন্তব্যে আমরা তালিবানি শাসন দেখতে পাচ্ছি ৷ কোনও মেয়ে জিন্স পরবেন নাকি হাফ প্যান্ট, তা নিয়ে তিনি বলার কে ? উদয়ন গুহ নিজের বাবাকে চোর সাজিয়ে মন্ত্রীত্ব পেয়েছেন ৷ তিনি বারবার মহিলাদের অপমান করছেন ৷ 14 অগস্ট রাতেই তিনি সোশাল মিডিয়ায় মহিলাদের নিয়ে অপ্রীতিকর পোস্ট করেছিলেন ৷ আসলে তাঁদের দলে মহিলাদের যত অপমান করা যায়, ততই পদোন্নতি হয় ৷ উদয়ন হয়তো মন্ত্রীত্ব পাওয়ার লোভেই এসব মন্তব্য করছেন ৷ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে মহিলা বিরোধী, বারবার তার প্রমাণ মিলেছে ৷”

এদিন যাদবপুর এইটবিতে রাখিবন্ধন উৎসবে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details