আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বিহারের প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন য আসানসোল, 11 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল থেকেই প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা ৷ তবে এর মধ্যে তিনি দল বদলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷
জিতেন্দ্র বলেন, "2024 সালে যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে তৃণমূল বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই ফের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ৷ কিন্তু 15 জানুয়ারি, 2024 তারিখে শত্রুঘ্ন সিনহা একটি টুইট করেছিলেন ৷ তাতে তিনি লিখেছেন, ''ইন্ডিয়া' জোটের দুই যুবনেতা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছে ৷ ভারত জোড়ো যাত্রার 'হিরো' রাহুল গান্ধি ৷ এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ৷' তিনি (শত্রুঘ্ন সিনহা) তৃণমূলের সাংসদ, অথচ তিনি যুব নেতা হিসেবে রাহুল গান্ধির নাম করলেন, তেজস্বী যাদবের নাম করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একবারও লিখলেন না ৷"
জিতেন্দ্র তিওয়ারির দাবি, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বড় মুখ, তাও তাঁর নাম শত্রুঘ্ন সিনহা করলেন না ৷ তার কারণ, তিনি জেনে গিয়েছিলেন আসানসোলে তিনি আর জিততে পারবেন না ৷ তখন তাঁর সঙ্গে কংগ্রেস ও আরজেডির আলোচনা শুরু হয়ে গিয়েছে ৷ তিনি বিহারের কোনও কেন্দ্র থেকে প্রার্থী হবেন ৷ আর তাই কংগ্রেস নেতা ও আরজেডি নেতার নামে সুখ্যাতি শোনা গেল তাঁর মুখে ৷"
এদিকে জানুয়ারিতেই বিহারে এনডিএ শিবিরে ফেরেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ ভেঙে যায় মহাগঠবন্ধন সরকার ৷ এই প্রসঙ্গ উত্থাপন করে জিতেন্দ্র বলেন, "তিনি বুঝে গেলেন বিহারে গেলে আর জিততে পারবেন না ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার চলে এলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে সবচেয়ে বেশি সমালোচনা করলেন রাহুল গান্ধির ৷ এদিকে শত্রুঘ্ন সিনহা তাঁকে ইয়ুথ আইকন বলেছিলেন ৷ অথচ তাঁকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হজম করলেন শত্রুঘ্ন সিনহা ৷" জিতেন্দ্র তিওয়ারি শত্রুঘ্ন সিনহাকে কার্যত পালটিবাজ আখ্যা দেন ৷ তাঁর দাবি, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নোংরা রাজনীতি করছেন ৷ আসানসোলবাসী তাঁকে ভোট দেবেন না ৷ এ বিষয়ে অবশ্য শত্রুঘ্ন সিনহা কোনও মন্তব্য করতে চাননি ৷
আরও পড়ুন:
- 'বিহারীবাবু'ই আসানসোলে তৃণমূলের প্রার্থী, খুশি 'ম্যাজিক ম্যান' মলয় ঘটক
- যাঁরা নীতীশকে গ্রহণ করেছেন তাঁরাই বড় পাল্টুরাম, নাম না করে বিজেপিকে তোপ বিহারীবাবুর
- বাংলা ভীত নয়, শত্রুঘ্নর সতর্কবাণীর জবাবে জানালেন মমতা