পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্ষাকবচ পেলে ভোট বানচাল করতে পারেন বিজেপি নেতারা, পুলিশের রিপোর্টে ক্রুদ্ধ বিচারপতি - Cal HC angry with Police report - CAL HC ANGRY WITH POLICE REPORT

Cal HC angry with Police report: কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিলে আগামী নির্বাচন বানচাল করতে পারে অভিযুক্তরা ৷ বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশের এই রিপোর্টে বেজায় চটলেন বিচারপতি ৷ তিনি এই মন্তব্যের ব্যাখ্যা তলব করেছে ওসি-র কাছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 7:44 PM IST

কলকাতা, 8 এপ্রিল: কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিলে আগামী নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন অভিযুক্তরা । অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশের এই রিপোর্টে বেজায় চটল কলকাতা হাইকোর্ট । বিচারপতির নির্দেশ, এই রিপোর্টের বিষয়ে ভূপতিনগর থানার ওসিকে ব্যাখ্যা দিতে হবে আদালতে । 24 ঘণ্টার মধ্যে ওসিকে এই বক্তব্যের ব্যাখ্যা নিয়ে হাজির হতে হবে আদালতে ৷ এমনই নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত ৷

বিচারপতির প্রশ্ন, এমন আদালত অবমাননাকর মন্তব্য রিপোর্টে লেখার সাহস পেলেন কী করে ওসি ? তাঁকে আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে ৷ অভিযুক্তদের হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের ফলে কোন ভোট বানচাল হয়েছে । তপন মিদ্যা নামে এক বিজেপির স্থানীয় নেতার বিরুদ্ধে গত তিন বছরে 26টি ফৌজদারি মামলা দায়ের করেছে ভূপতিনগর থানা । তার মধ্যে 15টি তে চার্জশিট দিয়েছে । মামলাকারীর অভিযোগ, কোনও এফআইআর-এ তাঁর নাম নেই । অথচ একটা মামলায় গ্রেফতারের পর একের পর এক মামলায় ভূপতিনগর থানা তাঁকে শোন অ্যারেস্ট করেছে । মোট কতগুলি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আদালতের নির্দেশে আজ সেই বিস্তারিত তথ্য দিয়ে রিপোর্ট জমা দেয় পুলিশ ৷ সেই রিপোর্টেই অভিযুক্তকে রক্ষাকবচ পাওয়া আটকাতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করায় ফাঁপড়ে পড়েছেন ভূপতিনগর থানার ওসি ।

অভিযোগ, তপন মিদ্যা-সহ ভূপতিনগরের 20 জন বিজেপি নেতার বিরুদ্ধ 40টি মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ । রক্ষাকবচের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছেন তপন মিদ্যা-সহ অন্যান্য অভিযুক্তরা । সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । আদালতের নির্দেশে পুলিশের জমা করা রিপোর্টের বয়ান দেখে রেগে যান বিচারপতি ৷

আগামিকাল মামলার পরবর্তী শুনানি । বিচারপতির মৌখিক নির্দেশ, মঙ্গলবার পর্যন্ত মিদ্যা-সহ সব অভিযুক্তকে কোনও রকমভাবে হেনস্থা করতে পারবে না পুলিশ ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট
  2. লোকসভা ভোটে লড়বেন! সরকারি হাসপাতালের চিকিৎসকের ইস্তফায় সন্মতি
  3. বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিটে নেই শাহজাহানের নাম ? সিআইডি'কে ভর্ৎসনা হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details