নিউ মার্কেট থানায় অভিযোগ বিজেপির কলকাতা, 21 ফেব্রুয়ারি: বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলরের বিতর্কিত মক্তব্যের আঁচ এবার কলকাতা পৌরনিগমের বাইরেও। সোমবার একটি নির্দিষ্ট ধর্মকে নিয়ে বাজেট আলোচনায় যৌনগন্ধী গল্প শুনিয়েছিলেন শাসকদলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই বক্তব্যের প্রতিবাদে এবার সোচ্চার হল বিজেপির সংখ্যালঘু মোর্চা । তারা বুধবার নিউ মার্কেট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পাশাপাশি অবিলম্বে তাঁর গ্রেফাতারির দাবিও জানিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা ।
এদিন বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে অভিযোগ দায়ের করেন চার্লস নন্দী। এই প্রসঙ্গে অভিযোগ দায়ের করে বেরিয়ে তিনি বলেন, "বাংলার গর্ব ভারতমাতার দুই সন্তান ছোট লাল বাড়ি কলকাতা পৌরনিগমকে অলঙ্কিত করেছিলেন ৷ তাঁরা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। আমরা বাঙালিরা পৌরনিগম নিয়ে গর্ববোধ করি। দু'দিন আগে 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় আচমকা বাজেট বক্তৃতায় একটি ধর্মের পবিত্র গ্রন্থকে নিয়ে মন্তব্য করেন ৷"
তাঁর কথায়, "তৃণমূল কাউন্সিলর কোনো কারণ ছাড়াই পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করেছেন । সেই ধর্ম অধ্যুষিত বিভিন্ন দেশের কথা বলে সেখানকার লোকজনের যৌনতার গল্প বলেন । তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে ধর্ম অবমাননা ও ধর্মাবলম্বী মানুষকে অপমান ও ভাবাবেগে আঘাত করেছেন । তৃণমূলের আরও এক মহিলা নেত্রী একসময় সংখ্যাগুরু ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত করেছিলেন। এটা ওদের সংস্কৃতি। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি । বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফে নিউ মার্কেট থানায় অভিযোগ করে ওঁনার গ্রেফতারির দাবি করেছি ।" উল্লেখ্য, বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিউ মার্কেটের পর তারা ভবানীপুর থানাতেও যায় অভিযোগ দায়ের করতে ।
আরও পড়ুন:
- ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
- বাম মহিলা কাউন্সিলরকে বেলাগাম মন্তব্য, ফের উত্তপ্ত কর্পোরশনের বাজেট অধিবেশন
- পৌরনিগমের বাজেটে সন্দেশখালি-রাম মন্দির, তীব্র বাদানুবাদ তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের