বারাসত, 28 মার্চ: তাঁর প্রার্থী পদ ঘিরে ঘরে-বাইরে বিতর্কের ঝড় বইছে ৷ তাতে অবশ্য আমল দিতে রাজি নন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বরং অভিযোগ উড়িয়ে প্রতিপক্ষ শাসকদলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে অল-আউট আক্রমণে গেলেন তিনি ৷ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দুর্নীতিগ্রস্ত অ্যাখা দিয়ে কার্যত তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার ৷ প্রচারের আলোয় ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর ৷
ইটিভি ভারত: শাসক শিবিরের তরফে আপনার বিরুদ্ধে মাদক পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে ৷ এমনকী, আপনার নাকি 10 বছরের সাজা ঘোষণা হয়েছিল ? গুজব না সত্যি ?
বিজেপি প্রার্থী: শাসকদল বহু অভিযোগই তোলে। 2016 থেকে 2021। এই পাঁচ বছরে পশ্চিমবঙ্গের একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। সবটাই হয়েছে ষড়যন্ত্র করে। এই রাজ্যে যত না গাঁজার চাষ হয় তার চেয়ে বেশি মামলা হয়েছে মাদক আইনে। তারপরও বলব, আমার সম্পর্কে বাংলার মানুষ সবটাই জানে। আদালতের সামনেও চলে এসেছে সবকিছু। আদালত বুঝতে পেরেছে, কীভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দেওয়া হয় এখানে। আমার বিরুদ্ধে মাদক আইনের মামলা আনা হয়েছিল তা ন'মাসের মধ্যেই খারিজ হয়ে গিয়েছে। বেকসুর খালাস করেছে আদালত।
আর তৃণমূল নেতা কুণাল ঘোষ নাকি এনিয়ে বিবৃতি দিয়েছেন। ও'র সম্পর্কে বলব, যে সারদায় গরিব মানুষের টাকা মেরেছে সেই কুলাঙ্গারের কথায় আমি কোনও জবাব দিতে চাই না। যাঁরা চোরের দলের সরদার তাঁরা আমাদের জ্ঞান দেবে। সেই জ্ঞান নিতে রাজি নই আমরা।
ইটিভি ভারত: আপনার প্রার্থীপদ নিয়ে তো দলেরই একটা অংশ প্রশ্ন তুলছে, সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে। ভোট চাইবেন কীভাবে ?
বিজেপি প্রার্থী: দেখুন, বিজেপি বড় পরিবার। অনেক বড় দল। সেখানে অনেকেই রয়েছেন। পুরনো এবং নতুন সকলেই যুক্ত আছেন এই দলে। হতে পারে তৃণমূলের লোককে বিজেপিতে ঢোকানো হয়েছিল। যাতে আমাদের দলকে কালিমালিপ্ত করা যায়! এটারও সত্যতা সামনে চলে আসবে দেখবেন ৷
ইটিভি ভারত: আপনি বলছেন, প্রার্থী পদ ঘিরে দলের অভ্যন্তরে কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই ?
বিজেপি প্রার্থী: আপনি তো দেখতেই পারছেন! যদি ক্ষোভ-বিক্ষোভ থাকত তাহলে এত কর্মী-সমর্থক আমার কর্মসূচিতে আসত ?
ইটিভি ভারত: আপনার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এইরকম হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবেন কীভাবে ?
বিজেপি প্রার্থী: তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর! কাটমানি-খোর। এদের দুর্নীতির লম্বা তালিকা রয়েছে আমার কাছে। তাতে নাম রয়েছে কাকলিরও। ও'র দুর্নীতির তালিকা সঠিক সময়ে খুলব। এটুকু জেনে রাখুন দুর্নীতির দায়ে ওকে একদিন জেলে যেতে হবে।
ইটিভি ভারত: আপনি বলছেন কাকলি ঘোষ দস্তিদার দুর্নীতিগ্রস্ত ?