পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Ram Navami 2024: অস্ত্রশত্র হাতে রাম নবমীর মিছিলে হাঁটলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷ তবে পুলিশের কাছে বাধা পেয়ে তাঁরা অবস্থায় বিক্ষোভ শুরু করেন ৷

ETV BHARATa
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 3:44 PM IST

Updated : Apr 17, 2024, 5:18 PM IST

অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থীকে পুলিশের বাধা

মুরারই, 17 এপ্রিল: বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর-সহ নেতাদের রাম নবমীর মিছিলে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । বাধা পেয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পরেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । পরে রাস্তায় বসে পড়ে তাঁরা শুরু করেন বিক্ষোভ । অভিযোগ, মুরারই থানার ওসি ও বিডিও বিজেপি নেতাদের রাম মন্দিরে যেতে ও মিছিল করতে বাধা দেন ৷

গোটা রাজ্যের মতোই আজ বীরভূম জেলার দিকে দিকে রাম নবমীর মিছিল বেরোয় ৷ কোথাও তৃণমূল-কংগ্রেসের তরফে, কোথাও বিজেপির তরফে, আবার কোথাও যৌথভাবে মিছিল করতে দেখা গিয়েছে নেতাদের ৷ সেই মতো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর রাম নবমীর মিছিল করেন ৷ প্রাক্তন আইপিএস অফিসারকে হাতে তরোয়াল নিয়ে মিছিল করতে দেখা যায় ৷ অন্যান্য নেতাদের হাতেও অস্ত্র দেখা গিয়েছে ৷

অভিযোগ, বিজেপি প্রার্থী-সহ নেতা-কর্মীদের রাম মন্দিরে যেতে ও রাম নবমীর মিছিলে অংশ নিতে বাধা দেন মুরারই থানার পুলিশ ও বিডিও ৷ বাধা পেয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও অন্যান্যরা ৷ এরপরেই রাস্তায় বসে শুরু হয় অবস্থান বিক্ষোভ ৷ প্রশাসনের তরফে জানানো হয়, অশান্তি এড়াতে মুরারইয়ের মিছিলে অংশ নেওয়া যাবে না । তবে বাধা দেওয়া হল কেন, এই নিয়ে বিজেপি নেতৃত্ব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছে ৷

এ প্রসঙ্গে বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশি ধর বলেন, "কোন অধিকারে আমাদের রাম নবমীর মিছিলে যেতে মুরারই থানার ওসি ও বিডিও বাধা দিতে পারেন । সবারই অধিকার আছে রাম নবমী মিছিলে যাওয়ার ৷ আমাদের বাধা দেওয়ায় আমরা ওখানে বসেই অবরোধ করলাম ৷ তবে আমাদের কেন বাধা দেওয়া হল তার জন্য হাইকোর্টে পিটিশন করব ।"

আরও পড়ুন:

  1. 'আজ তো ট্রায়ালে এসেছি, ফাইনাল এখনও বাকি !' অসমে সরকার গঠনের ডাক মমতার
  2. দেবের মুখে 'জয় শ্রীরাম', নির্বাচনের আগে ভোটবাক্সে রামই ভরসা?
  3. বিজেপি বিরোধীরা রাষ্ট্রদ্রোহী, রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে পালটা কটাক্ষ রথীনের
Last Updated : Apr 17, 2024, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details