পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেট্রো-সড়ক পরিবহণ স্বাভাবিক, বনধের অশান্তিতে কত ট্রেন বাতিল ? - Bangla Bandh Effect on Transport

Bangla Bandh Effect on Transport: বনধের দিনে বিভিন্ন স্টেশনে বিক্ষোভের জেরে ব্যাহত হল রেল চলাচল ৷ অশান্তির জেরে বাতিল করতে বেশকিছু ট্রেন ৷ তবে মেট্রোর পরিষেবা ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ৷ সড়ক পরিবহণেও বিশেষ ফারাক চোখে পড়েনি ৷

ETV BHARAT
বনধে স্বাভাবিক গণপরিবহণ, বিক্ষিপ্ত অশান্তিতে ব্য়াহত রেল চলাচল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 7:18 PM IST

কলকাতা, 28 অগস্ট:বনধে সার্বিকভাবে রেল ছাড়া গণপরিবহণে বিশেষ প্রভাব পড়েনি ৷ আজ বনধের জেরে শিয়ালদা বিভাগে 90টি ইএমইউ লোকাল বাতিল করতে হয় ৷ অন্যদিকে, হাওড়া বিভাগে 10টি ইএমইউ লোকাল বাতিল করা হয় । তবে মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল ৷ রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা ছিল তুলনামূলক কম ৷

বুধবার বিজেপির 12 ঘণ্টার বাংলা বনধের প্রভাব পড়ে রেল চলাচলের উপর ৷ বিভিন্ন স্টেশনে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বনধ সমর্থকরা ৷ আজ সকাল থেকেই বিভিন্ন স্টেশনে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন । মালদা ও আসানসোল বিভাগে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রেল সূত্রে জানা গিয়েছে যে, আজ সকালে ঠাকুরনগর ও ভদ্রেশ্বর স্টেশনে আন্দোলনকারীরা ঢুকে পড়ে অশান্তির সৃষ্টি করে । সকাল থেকেই হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে দফায় দফায় অশান্তি ছড়ায় ।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোন বিভাগের কোন স্টেশনে বিক্ষোভের জেরে পরিষেবা ব্যাহত হয়েছে ৷

যে সব জায়গায় ট্রেন চলাচল ব্যাহত

শিয়ালদা বিভাগে শিয়ালদহ-ব্যারাকপুর শাখার ব্যারাকপুর এবং বেলঘরিয়া স্টেশনে বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত ৷

নৈহাটি-রাণাঘাট বিভাগে চাকদা, কল্যাণী সীমান্ত, পায়রাডাঙা এবং মদনপুর স্টেশনে রেল অবরোধ ৷

জিয়াগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, মুরাগাছা, বাৎকুল্লা, কসিমবাজার, বীরনগর, কালিনারায়ণপুর এবং মুর্শিদাবাদ স্টেশনে ব্যাহত পরিষেবা ।

রাণাঘাট-আড়ংঘাটা বিভাগের পাঁচবেড়িয়া স্টেশন, রাণাঘাট-শান্তিপুর বিভাগের হবিবপুর ও শান্তিপুর স্টেশনে সমস্যা সৃষ্টি হয় ।

বনগাঁ-বারাসত বিভাগে বারাসত, বামনগাছি, হাবড়া, বনগাঁ, মছলন্দপুর, ঠাকুরনগর ও দত্তপুকুর স্টেশনে পরিষেবা ব্যাহত হয় ৷

বারাসত-বসিরহাট বিভাগে ভাবলা, চম্পাপুকুর, বসিরহাট স্টেশনে পরিষেবা ব্যাহত ৷

ডায়মন্ডহারবার-বারুইপুর বিভাগে ধামুয়া এবং হটর স্টেশনে পরিষেবা ব্যাহত ।

ক্যানিং-সোনারপুর বিভাগে বিদ্যাধরপুর এবং সোনারপুর স্টেশনে বেশ কিছুক্ষণ বন্ধ পরিষেবা ৷

বারুইপুর-লক্ষ্মীকান্তপুর বিভাগের জয়নগর মজিলপুর স্টেশনে অশান্তির সৃষ্টি হয় ।

সোদপুর, উত্তর রাধানগর এবং চম্পাহাটি স্টেশনের কাছে ওভারহেড তারে কলাপাতা ছুড়ে পরিষেবা বন্ধ করা হয় । পরে টাওয়ার ভ্যান ক্রু গিয়ে আবার পরিষেবা স্বাভাবিক করে ।

হাওড়া বিভাগে, হাওড়া-ব্যান্ডেল বিভাগে হিন্দমোটর, মানকুণ্ডু, হুগলি, কোন্নগর, উত্তরপাড়া, শ্রীরামপুর, বালি, চন্দননগর ও রিষড়া স্টেশনগুলিতে অবরোধ চলে ।

ব্যান্ডেল-কাটোয়া বিভাগে কাটোয়া স্টেশনে অশান্তি ছড়ায় ।

তারকেশ্বরের সিঙ্গুর-শেওরাফুলি বিভাগে অশান্তি ছড়ায় ।

রামপুরহাট খানা-গুমানি অংশে পরিষেবা ব্যাহত হয় ।

ব্যান্ডেল-বর্ধমান বিভাগের মুগরা স্টেশনে পরিষেবা ব্যাহত হয় ।

ডানকুনি-বর্ধমান বিভাগে গুড়াপ এবং হাওড়ার বেলুড়-বালি বিভাগে রেল পরিষেবা ব্যাহত ।

স্বাভাবিক মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ মোটের উপর মেট্রো পরিষেবায় বনধের কোনও প্রভাব পড়েনি ৷ সবকটি করিডোরেই সকাল থেকে স্বাভাবিকভাবে ছিল পরিষেবা । আজ বেলা 2টো পর্যন্ত 1.9 লক্ষেরও বেশি যাত্রী ব্লু লাইনে যাতায়াত করেছেন । 13,000-এরও বেশি যাত্রী গ্রিনলাইন-1-এ যাতায়াত করেছেন । পাশাপাশি কলকাতা মেট্রোর গ্রিন লাইন-2 তে 16,000-এরও বেশি যাত্রী যাতায়াত করেছেন । আজ বেলা 2টো পর্যন্ত প্রায় 2.2 লক্ষ যাত্রী কলকাতা মেট্রোর সমস্ত করিডোরে যাতায়াত করেন । বুধবার কলকাতা মেট্রোর সমস্ত করিডোরে মোট যাত্রী সংখ্যা ছিল 3 লক্ষ ।

তবে আজ বাংলা বনধের কথা মাথায় রেখে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ নজর দেয় যাত্রী সুরক্ষার দিকে । গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত আরপিএফ ও কর্মচারী মোতায়েন করা হয় ।

সড়ক পরিবহণ মোটের উপর স্বাভাবিক

উত্তর ও দক্ষিণ কলকাতার যান চলাচলে বনধে বিশেষ কোনও প্রভাব পড়েনি ৷ দিনভর স্বাভাবিক ছিল যানচলাচল । যদিও বেসরকারি বাসের সংখ্যা তুলনামূলক কম ছিল । তবে পথচলতি মানুষদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে, কিছুক্ষণ অপেক্ষা করতে হলেও গন্তব্যে যাওয়ার জন্য বাস পেতে বিশেষ অসুবিধে হয়নি ৷

অন্যদিকে, আজ একাধিক স্কুলে ছুটি দেওয়া হয়েছিল । কিছু স্কুল খোলা থাকলেও অনেক স্কুলকে ছুটি দিয়ে দেওয়া হয় । আবার পরিস্থিতি বুঝে বেশ কয়েকটি স্কুলে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details