পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলঘরিয়া শুট আউট-কাণ্ডে বিহার যোগ ! আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে অর্জুন - Belgharia Shootout - BELGHARIA SHOOTOUT

Belgharia Shootout: বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উঠে আসছে বিহার যোগ ৷ ব্যবসায়ীকে বিহারের সংশোধনাগার থেকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে, রবিবার আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ৷

ETV BHARAT
বেলঘরিয়া শুটআউট-কাণ্ডে বিহার যোগের অনুমান পুলিশের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 7:37 PM IST

বেলঘরিয়া, 16 জুন: বেলঘরিয়া শুট আউট-কাণ্ডে চাঞ্চল্যকর মোড় ৷ এবার আক্রান্ত ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ ৷ সূত্রের খবর, শুট আউটের পর ব‍্যবসায়ী অজয় মণ্ডল যখন থানায় বসেছিলেন, তখন তাঁর কাছে একটি 'হুমকি' ফোন আসে ৷ আর সেটি বিহার থেকে করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ব্যবসায়ী জানিয়েছেন, তাঁকে বলা হয়, "এবার বেঁচে গেলি ! কিন্তু, এরপর তুই বাঁচবি না ৷" ব‍্যবসায়ীর দাবি, ফোনের উলটোদিক থেকে হুমকি দেওয়া ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন ৷ আর সে নিজেকে সুবোধ সিং বলে পরিচয় দিয়েছে ৷

ব্যবসায়ী জানিয়েছেন, হুমকি ফোনে তাঁকে শাহজাদা নামে এক তোলাবাজের সঙ্গে সমঝোতা করে চলতে বলা হয়েছে ৷ সেই ফোনের সূত্র ধরেই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শুট আউট-কাণ্ডে ভিন রাজ‍্যের দুষ্কৃতীদের যোগ রয়েছে ৷ তবে, স্থানীয় অপরাধীদের সংস্রবও উড়িয়ে দিচ্ছে না ব‍্যারাকপুর কমিশনারেট ৷ কিন্তু, কে এই সুবোধ সিং ? সেই বা কেন ফোনে হুমকি দিতে গেল ? এনিয়ে আবার কথা বলতে শোনা গেল ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে ৷ রবিবার তিনি আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন ৷

বেলঘরিয়া শুটআউট-কাণ্ডে বিহার যোগের অনুমান পুলিশের ৷ (ইটিভি ভারত)

সেখানেই অর্জুন সিং জানিয়েছেন, সুবোধ সিং একসময় ব্যারাকপুরে লুঠপাট ও ডাকাতি করত ৷ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 22 লক্ষ টাকা লুঠ করে তার অপরাধের জগতে পা-রাখা ৷ সেখান থেকে সোনার দোকানে লুঠ ও ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করা শুরু করে সুবোধ সিং ৷ একটা সময় গ্রেফতারও হয় সে ৷ যদিও, সুবোধ সিংয়ের বাড়বাড়ন্তের পিছনে ব্যারাকপুরের তৎকালীন পুলিশ কমিশনার দায়ী বলে অভিযোগ করেছেন অর্জুন সিং ৷ পুলিশ ও রাজনৈতিক নেতাদের মদতে সুবোধ সিং ব্যারাকপুরের বিভিন্ন ব্যবসায়ীর থেকে তোলা তুলত ৷ পরবর্তী সময়ে গ্রেফতারও হয় সে ৷ বর্তমানে নাকি বিহারের বেউর সংশোধনাগারে বন্দি রয়েছে এই সুবোধ ৷ জেলে বসেই নিজের গ্যাং নিয়ন্ত্রণ করছে বহাল তবিয়তে ৷ তাহলে কী সেখান থেকেই বেলঘরিয়ার ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি দিয়েছে সে ?

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে একের পর এক সোনার দোকানে লুঠ ও সোনার বদলে ঋণদানকারী সংস্থায় ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছে এই সুবোধ গ্যাংয়ের ৷ খুনের বরাত নিতেও পিছপা হয় না এরা ৷ আদতে বিহারের নালন্দার বাসিন্দা সুবোধের অপরাধের খড়ি 2010 সালে ৷ পরবর্তী সময়ে ব‍্যারাকপুর, টিটাগড় এলাকায় কাউন্সিলর খুন থেকে শুট আউট যেমন করেছে ৷ তেমনই তোলাবাজি নিয়ে ঝামেলার ঘটনা, সবেতেই নাম জড়িয়েছে সুবোধের ৷ বিহারের বাসিন্দা হলেও সুবোধের বাংলা যোগ বেশ ভালো ৷ তার জেরে একের পর এক অপরাধে জড়িয়েছে সে ৷

ইতিমধ্যে এই শুট আউটের ঘটনায় স্পেশাল টিম গঠন করে তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ ৷ তবে, 24 ঘণ্টা কেটে গেলেও মূল অভিযুক্তজের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

জানা গিয়েছে, অজয় মণ্ডল পুলিশকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই তাঁর কাছে তোলা চেয়ে হুমকি দিচ্ছিল টিটাগড়ের কুখ্যাত দুষ্কৃতী শাহজাদা ৷ দাবি মতো কয়েকবার তিনি টাকাও দিয়েছিলেন ৷ কিন্তু, ফের তাঁর কাছে তোলা চেয়ে ফোন আসতে থাকে ৷ বিরক্ত হয়ে তিনি ফোন ধরেননি ৷ আর তার পরপরই এই শুট আউটের ঘটনা ৷ পুলিশ শুট আউট-কাণ্ডে যে তিনজনকে আটক করেছে, তারা শাহজাদা'র সহযোগী বলে জানা গিয়েছে ৷ গুলি চালানোর ঘটনায় এদের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন ব‍্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা ৷

ABOUT THE AUTHOR

...view details