বিধাননগর, 22 ফেব্রুয়ারি: অর্থের বিনিময়ে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ ৷ সেই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ ধৃতের নাম রূপম সাধুখাঁ ৷ তাঁকে নদিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷
উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি বিধাননগর সাইবার থানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ অনুযায়ী, একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে । ওই চক্রটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেবে প্রতিশ্রুতি দিচ্ছে ৷ এর বদলে তারা টাকাও নিচ্ছে ৷
এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানার পুলিশ । প্রাথমিকভাবে তারা দু’টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায় ৷ যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের । সেই অ্যাকাউন্টটি ছিল নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে ।
এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সঙ্গে । তিনি পুলিশকে জানান, তাঁর এটিএম কার্ডটি তাঁর বন্ধু রূপম সাধুখাঁ তাঁর কাছ থেকে জোর করে নিয়ে গিয়েছে । মহিলা পুলিশকে আরও জানান যে তিনিও ব্যাংকের থেকে পাঠানো এসএমএস মারফত জানতে পারেন, তাঁর অ্য়াকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে ৷ সেই লেনদেনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ নদিয়া থেকে গ্রেফতার করে রূপম সাধুখাঁকে ।
পুলিশ সূত্রে খবর, আপাতত তদন্তকারীরা জানতে চাইছেন যে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ? ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে দু’টি ফোন একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক এবং অনেক সিম কার্ড পাওয়া গিয়েছে ৷ সেগুলি থেকেও আর কী কী পাওয়া যায়, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন:
- উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা, 2 ঘণ্টা পর পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার খাতা
- আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের
- উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি