দুর্গাপুর, 19 মে: ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের বিরুদ্ধে মন্তব্য ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে সরব হলেন দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মস্থানন্দ মহারাজ ৷ তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, "উনি একটা পাগলি ৷ তাঁর কথার কোনও ঠিক নেই । মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত, সেটা তিনি বলেন না ৷ বরং, প্রধানমন্ত্রীকে উলটোপালটা কথা বলছেন ৷ এটা মাথা খারাপ ছাড়া আর কী হবে !"
শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারত সেবাশ্রমকে আক্রমণ করে তিনি বলেন, "সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন । ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না ৷ এর অর্থ উনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন । আমি চিহ্নিত করেছি কে কে করেছেন ।"
তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের মহারাজরা অভিযোগ তুলছেন, তিনি সাধু-সন্তদের অপমান করেছেন । তারই পালটা আজ দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক সরাসরি মমতাকে আক্রমণ করে তাঁকে 'পাগলি' বলে কটাক্ষ করলেন ৷ তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় শিল্পশহরজুড়ে বিতর্ক শুরু হয়েছে ।