কালিম্পং, 15 জানুয়ারি: পাহাড়ে বেড়াতে গিয়ে ফের মৃত্যু এক বাঙালি পর্যটকের । তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের নাম রাজনারায়ণ দে (55)। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জিটিএ ও কালিম্পং জেলা প্রশাসন ।
এই নিয়ে গত তিন মাসে পাহাড়ে বেড়াতে গিয়ে 6 পর্যটকের মৃত্যু হল । যদিও বাকি মৃতদের মধ্যে চারজন দার্জিলিং ও একজন মালবাজারে বেড়াতে গিয়ে মারা যান । তবে বারবার এই দরনের ঘটনায় একপ্রকার উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা । জিটিএ'র তরফে পর্যটকদের জন্য স্বাস্থ্যবিধি লাগু করা হলেও আটকানো যায়নি মৃত্যু ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই বর্ধমান থেকে আটজনের একটি পর্যটকের দল কালিম্পংয়ে আসে । সেই দলেই ছিলেন রাজনারায়ণ ৷ কালিম্পং থেকে তাঁরা সিটং পৌঁছন ৷ সেখানে একটি হোম স্টে-তে ওঠেন । রাতে আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হয় । কিছুক্ষণ বাদে অবশ্য সুস্থ বোধ করেন। এরপর রাতে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েন । বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগে ঘরেই হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি ৷ তড়িঘড়ি তাঁকে রম্ভি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর পর্যটকের দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।
এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "শারিরীক অসুস্থতার জন্য একজন পর্যটকের মৃত্যু হয়েছে । তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । জেলা প্রশাসনের তরফে তাঁর দেহ ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে । হোম স্টে-টি দার্জিলিং জেলার অধীনে । তবে যেহেতু রম্ভি হাসপাতাল সামনে আর সেখানে মৃত্যু হয়েছিল । সেজন্য ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে । বাদ বাকি সব দার্জিলিং জেলা প্রশাসন দেখছে ।"