কলকাতা, 3 জুলাই: ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) 2023 আইনের অধীনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য প্রথম গ্রেফতারির ঘটনা রাজ্যে ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে নিজের নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ বুধবার পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে ৷
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন ওই অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থানায় অভিযুক্তের স্ত্রীয়ের দায়ের করা অভিযোগের পর সোমবার গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তাঁর মেয়েকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী।
পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ধারা 76/351(3) এবং পকসো আইনের 10 ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ একই সঙ্গে পুলিশ এও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ সেই মামলার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ ৷ অন্যদিকে, গত 1 জুলাই বিএনএস বাস্তবায়নের প্রথম দিনে, কলকাতা পুলিশের বিভিন্ন থানায় কমপক্ষে 31টি এফআইআর নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷