শিলিগুড়ি, 21 অক্টোবর: দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ৷ অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় পাচ্ছে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর ৷ 'কুইন অফ হিলস' কাঞ্চনজঙ্ঘার মতো নতুন রূপে সাজিয়ে তোলা হবে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালকে ।
রবিবার বিকেলে দেশের 3টি নতুন বিমানবন্দর ও 4টি বিমানবন্দর সম্প্রসারণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বারাণসী থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করেন তিনি ৷ তালিকায় ছিল বাগডোগরা বিমানবন্দরও ৷
শিলান্যাসের এই অনুষ্ঠান উপলক্ষে রবিবার শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত রায়, মেয়র গৌতম দেব, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, নিরজ জিম্বা, দূর্গা মুর্মু, আনন্দময় বর্মন-সহ এয়ারপোর্ট অথরিটির শীর্ষ আধিকারিকরা । এদিনের অনুষ্ঠানে মেয়র স্বাগত ভাষণ দিতে শুরু করলে একবার জয় শ্রীরাম স্লোগান ওঠায় সাময়িক বিতর্কের সৃষ্টি হয় । যদিও বিষয়টি উপেক্ষা করেন মেয়র গৌতম দেব ।
উদ্বোধন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "শিলিগুড়ি ভৌগোলিক অবস্থানগতভাবে খুবই গুরুত্বপূর্ণ । সামনেই চিন সীমান্ত । এই পরিবেশে বাগডোগরা বিমানবন্দরের উন্নয়ন খুব প্রয়োজন ছিল । সেকারণে কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছিব ৷ আজ তা সম্ভব হল ৷" রাজু বিস্তা বলেন, "নতুন টার্মিনাল বিল্ডিং হলে নিত্যযাত্রী থেকে পর্যটক সবাই খুব উপকৃত হবেন ।"