কলকাতা, 22 এপ্রিল: ব্যবধানটা প্রায় সাড়ে তিনমাসের ৷ তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল নতুন অস্থায়ী উপাচার্য ৷ আগে দায়িত্বে ছিলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছেন আচার্য ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার রাজভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন, বলে সূত্রের দাবি। এরপরই টুইট করে ভাস্কর গুপ্তকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজভবন সূত্রের দাবি, সোমবার ভাস্কর গুপ্ত রাজ্যপাল তথা আচার্য ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লিখেছেন, "অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করেছেন চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে তাঁর নাম সুপারিশ করা হয়। মুখ্যমন্ত্রীর অনুমোদনে শিক্ষা বিভাগ তাঁর নাম অনুমোদন করে।" তাঁর আরও সংযোজন, "আশা করা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও রাজ্য সরকারের সুপারিশ অনুসারে চ্যান্সেলর নিয়োগ করা ভিসি পাবে। শুভবুদ্ধির প্রাধান্য পেয়েছে ৷ এর জন্য আমি চ্যান্সেলরকে অভিনন্দন জানাই। আমি অধ্যাপক ভাস্কর গুপ্তাকে যাদবপুরের ভিসি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাই।"