কলকাতা, 13 নভেম্বর: ট্যাবের টাকা কেলেঙ্কারি এবার কলকাতার স্কুলে ৷ রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশেও দায়ের হল মামলা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মার নির্দেশে এই ঘটনা তদন্ত নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
যাদবপুর এবং ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুর থানায় প্রায় 10 জন পড়ুয়া লিখিত অভিযোগ দায়ের করে যে, তাদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। পাশাপাশি ঠাকুরপুকুর থানাতেও একই কারণে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ রাজ্যের একাধিক জায়গায় স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যান্য অ্যাকাউন্টে পাচার হয়ে গিয়েছে ৷ এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাঁকসা থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কাঁকসা গার্লস হাইস্কুলের 307 জন ছাত্রীর মধ্যে 8 জনের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা পড়েনি বলে অভিযোগ।
'তরুণের স্বপ্ন' প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু, অনেক ক্ষেত্রে অভিযোগ ছাত্রছাত্রীদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ৷ কখনও টাকা চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে ৷ এমনকি, ভিন্ন রাজ্যের অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যাচ্ছে বলেও অভিযোগ ৷
অভিযোগের ভিত্তিতে সোমবারই শিক্ষা দফতর এবং পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের জেলাশাসককে নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। প্রাথমিক তদন্তে রাজ্য সরকারের কাছে যে তথ্য এসেছে, তাতে প্রধান শিক্ষকদেরই গাফিলতি ধরা পড়েছে। এই বিষয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ঠাকুরপুকুর ও যাদবপুর থানায় যারা অভিযোগ দায়ের করেছে, তাদেরকে লালবাজারে ডেকে তথ্য সংগ্রহ করা হবে বলেও লালবাজার সূত্রে জানা গিয়েছে ৷ কলকাতায় এই প্রথম যাদবপুর এবং ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও থেকেই রাজ্য পুলিশের একাধিক থানায় ট্যাপ কেলেঙ্কারি লিখিত অভিযোগ জমা পড়েছে ৷ ভবানী ভবন সূত্রের খবর, এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের সাইবার সেল-এর গোয়েন্দারা। মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া-সহ একাধিক জেলায় ট্যাব কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে।