কলকাতা, 8 ফেব্রুয়ারি:100 দিনের কাজের কায়দায় এ বার রাজ্যে 50 দিনের কাজের প্রকল্প ৷ কর্মসংস্থান সুনিশ্চিত করতে এই নতুন প্রকল্প আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তার নাম রাখা হয়েছে কর্মশ্রী । বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এ কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি জানান, এটা সম্পূর্ণ রাজ্যের প্রকল্প । এই প্রকল্পের আওতায় জবকার্ড হোল্ডারদের 50 দিনের কাজ সুনিশ্চিত করবে রাজ্য সরকার । সেই প্রকল্প শুরু হবে 2024 সালের মে মাস থেকে । এছাড়াও মৎস্যজীবীদের জন্য আনা হচ্ছে সমুদ্রসাথী প্রকল্প ৷
এ দিন বাজেট বক্তৃতার সময় কর্মসংস্থান বৃদ্ধিতে বেশ কয়েকটি প্রস্তাব রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি টেনে আনেন 100 দিনের কাজে কেন্দ্রের বকেয়া টাকার প্রসঙ্গ ৷
চন্দ্রিমা বলেন, "এমজিনারেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে, আমাদের জব-কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে । তাঁদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রী 21 লাখ জবকার্ড হোল্ডারদের এ বছর 21 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন । এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে ।"
এ প্রসঙ্গে এ দিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে এমজিনারেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে । গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দফতরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে । এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার নিজস্ব সঙ্গতিতে 'কর্মশ্রী' নামে একটি সুসংহত প্রকল্প চালু করছে । এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জবকার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে ।"
কর্মশ্রীর পাশাপাশি এ দিন মৎস্যজীবীদের জন্য আরও একটি প্রকল্পের প্রস্তাব করেন অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "উপকূলবর্তী জেলাগুলির, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাঁদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান । যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে । এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য 'সমুদ্রসাথী' নামে একটি নতুন প্রকল্প চালু করা হল । এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতিবছর এই দুই মাস, মাসিক 5,000 টাকা করে পাবেন । এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন । এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি ।"
আরও পড়ুন:
- ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
- বাজেটের আগেই প্রকাশ্যে 'মিনি বাজেট', কয়েকশো কোটির প্রকল্পের ঘোষণা মমতার
- কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন, ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান