জলপাইগুড়ি, 6 ডিসেম্বর: বিএসফের গুলিতে নিহত বাংলাদেশী পাচারকারী ! পাচারকারীদের আঘাতে আহত এক বিএসএফ জওয়ান ! জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের সিংপাড়া এলাকায় ।
মৃতের নাম আনোয়ার হক (35) । মৃতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার দশ মাইলে । যে জওয়ান আহত হয়েছেন, তিনি বিএসএফের শিলিগুড়ি সেক্টরের চানক্য বিওপি-তে কর্তব্যরত ছিলেন ঘটনার সময় ৷ তাঁর নাম এখনও জানা যায়নি ৷
বিএসএফের বিওপি-তে যাওয়ার পথনির্দেশ (নিজস্ব চিত্র)
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, জলপাইগুড়ি জেলার নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের সিংপাড়া এলাকায় কিছুটা অংশ কাঁটাতারহীন । সেখান দিয়েই এদিন ভোরে গরু পাচারের চেষ্টা করছিল বাংলাদেশের পাচারকারীরা । ভারতের দিক থেকে কাঁটাতারহীন এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল তারা ।
সীমান্তে বিএসএফের পাহারা (নিজস্ব চিত্র)
সেই সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা 93 ব্যাটালিয়ানের এক জওয়ানকে ঘিরে ধরে পাচারকারীরা । অভিযোগ, এরপর ওই জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । তখন ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার তাগিদে গুলি করতে বাধ্য হন ।
উদ্ধার হওয়া অস্ত্র (নিজস্ব চিত্র)
বাংলাদেশের পাচারকারী আনোয়ার হক সীমান্তের জিরো লাইনে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় । বাকিরা পালিয়ে যায় । দু’টো গুরু উদ্ধার হয়েছে । পাশাপাশি পাচারকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে । কিছু ভারতীয়ের মদতেই এই ঘটনা বাংলাদেশের পাচারাকারীরা করছিল । তাদেরও খোঁজ চালানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর ।
উদ্ধার হওয়া অস্ত্র (নিজস্ব চিত্র)
ইতিমধ্যেই বর্ডার গার্ড অব বাংলাদেশের আধিকারিকদের জানানো হয়েছে বিষয়টি । বিজিবির সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয়েছে । জলপাইগুড়ি জেলা পুলিশের মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে । ঘটনাস্থলে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ পৌঁছেছে ।
শিলিগুড়ি সেক্টর সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের 751 (13 এস) বর্ডার পিলারে ঘটনাটি ঘটেছে ৷ ওই বর্ডার পিলারের এপারে ভারতের সিংপাড়া আর ওপারে বাংলাদেশের ঝুলিপাড়া ৷