পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারতের কাছে ক্ষমা না-চাওয়া পর্যন্ত বাংলাদেশের রোগী দেখা বন্ধ, সিদ্ধান্ত দুর্গাপুরের হাসপাতালের - BANGLADESHI PATIENT BOYCOTT

দেশে পরিস্থিতি স্বাভাবিক করে ভারতের কাছে ক্ষমা চাক ৷ তবেই দেখা হবে বাংলাদেশের রোগী ৷ জানিয়ে দিল দুর্গাপুরের হাসপাতাল ৷

DURGAPUR PRIVATE HOSPITAL BOYCOTT BANGLADESHI PATIENT
বাংলাদেশের রোগী দেখা বন্ধ করল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 6:03 PM IST

Updated : Dec 5, 2024, 6:10 PM IST

দুর্গাপুর, 5 ডিসেম্বর: কলকাতার পর দুর্গাপুর ৷ বাংলাদেশের রোগী বয়কটের ডাক বেসরকারি হাসপাতালের । দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশ থেকে আসা রোগী বয়কটের সিদ্ধান্ত নিল । এই হাসপাতালে দশ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা ।

যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনও রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

বাংলাদেশের রোগী দেখা বন্ধ নিয়ে বেসরকারি হাসপাতালের ডিরেক্টরের বক্তব্য (ইটিভি ভারত)

হাসপাতালের ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, "বাংলাদেশজুড়ে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার চলছে । ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করছে । তাই আমরা প্রতিবাদ হিসাবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । সেখানকার এটি চিকিৎসা সংগঠনকেও মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা । নতুন করে কোনও বাংলাদেশের রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে না । যতদিন না পর্যন্ত বাংলাদেশের সরকার সেখানের পরিস্থিতি স্বাভাবিক করছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আমরা এভাবেই প্রতিবাদ চালাব।"

এক সপ্তাহ আগে কলকাতার জে এন রায় হাসপাতালও বাংলাদেশী রোগী না-দেখার সিদ্ধান্তের কথা জানায় ৷ সোশাল মিডিয়ায় ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি পোস্ট করে এক চিকিৎসক জানান, আগে দেশ পরে রোজগার ৷ এবার কার্যত সেই পথেই হাঁটল দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল ৷ মরণাপন্ন হলেও বাংলাদেশী রোগী দেখা হবে না ৷ যদিও এসব বিষয় জানার পরও বাংলাদেশ সরকার কিছুই জানায়নি ৷ তবে সকলেই চাইছেন দ্রুত পরিস্থিতি শান্ত হোক ৷

Last Updated : Dec 5, 2024, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details