পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখোঁজ বাংলাদেশের সাংসদের খোঁজে জোর তল্লাশি, নজর নিউটাউনে - Bangladesh MP Missing - BANGLADESH MP MISSING

Bangladesh MP Missing: চিকিৎসা করাতে 10 দিন ভারতে এসেছেন বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজিম ৷ 5 দিন ধরে তাঁর কোনও খোঁজ পাচ্ছে না ৷ ক্রমেই বাড়ছে রহস্য ৷ নিউটাউনে কয়েকটি জায়গায় তাল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি দল ৷

Bangladesh MP Missing in Kolkata
বাংলাদেশের সাংসদের খোঁজে থানায় অভিযোগ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 3:03 PM IST

Updated : May 22, 2024, 10:48 AM IST

কলকাতা, 22 মে: ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের আওয়ামী লিগ সাংসদ আনোয়ারুল আজিমের খোঁজে জোর তল্লাশি পুলিশের ৷ ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি দল নিউটাউনের কয়েকটি নির্দিষ্ট এলাকায় খোঁজ চালাচ্ছে ৷ তালিকায় রয়েছে কয়েকটি আবাসন ৷ বাংলাদেশের ঝিনাইদহ-4 আসনের সাংসদ আনোয়ারুল ৷ 12 মে দর্শনা সীমান্ত পেরিয়ে ভারতে আসেন তিনি ৷

রবিবার কলকাতায় এসে বরানগরে এক বন্ধুর বাড়িতে ওঠেন ৷ এর পর গত 14 মে তিনি ওই বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু আর ফেরেননি ৷ এই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া ইটিভি ভারতকে বলেন, "বরানগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মিসিং ডায়েরি হওয়ার পরেই আমরা তদন্তে নেমেছি। ওই ব্যক্তিকে খুঁজে বার করার জন্য আমরা যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছি।"

তিনি আরও বলেন, "শুধু রাজ্যের পুলিশ নয়, ইতিমধ্যেই আমরা বিহার এবং ছত্তিশগড় পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। কারণ ওই ব্যক্তির মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বিহারে দেখা গিয়েছে। ইতিমধ্যে একটি বৈঠক রয়েছে। এই বিষয়টিকে আরও দ্রুততার সঙ্গে কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।"

গত 14 মে থেকে সাংসদ আনোয়ারুল আজিমের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কলকাতায় এলে বরানগরের এই বন্ধুর বাড়িতেই ওঠেন। গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বন্ধুর পরিবারের সদস্যদের বলে যান যে, তিনি সেই রাতে অথবা, সম্ভব না-হলে পরদিন ফিরবেন।

কিন্তু তার পর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। পাশাপাশি, কলকাতায় প্রায়শই আসেন বলে এখান যে নম্বরটি তিনি ব্যবহার করেন সেটাও বন্ধ রয়েছে । বাংলাদেশের সাংসদের বন্ধুর বাড়ির তরফ থেকে বরানগর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তদন্তে নামে ৷ আওয়ামী লিগের এই সাংসদের বাড়ি কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ৷

আরও পড়ুন:

  1. দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের চপার! 'নিখোঁজ' রাইসিকে নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী মোদির
  2. মালদার কিশোরীর অন্তর্ধানে রহস্য, দেওঘর বেড়াতে গিয়ে উধাও তার ঘনিষ্ঠ বান্ধবীও
  3. খনিজ ভাণ্ডার খুঁজতে গিয়ে চমক, উদ্ধার বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষ
Last Updated : May 22, 2024, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details