পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রামের বৃদ্ধদের পা ধুইয়ে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত - Sukanta Majumdar

Sukanta Majumdar washed feet of village elders: গ্রাম সম্পর্ক অভিযানে এসে গ্রামের বয়জ্যেষ্ঠ এবং বৃদ্ধদের পা ধুয়ে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত আঙ্গারিবন গ্রামে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তপসিল মোর্চার আয়োজিত গ্রাম সম্পর্ক অভিযানে উপস্থিত হন। রাজ্য বিজেপির সভাপতি ওই গ্রামের বেশ কিছু তপশিলি সম্প্রদায়ভুক্ত বৃদ্ধদের পা ধুয়ে দেন নিজ হাতে ৷ তিনি এদিনের এই কার্যক্রমে এসে জেলায় অতি দ্রুত মেডিকেল কলেজ গড়ে তোলারও দাবি করেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 10:50 PM IST

পা ধুইয়ে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত

কুশমন্ডি, 24 জানুয়ারি: গ্রাম সম্পর্ক অভিযানে এসে গ্রামের বয়জ্যেষ্ঠ এবং বৃদ্ধদের পা ধুইয়ে দিলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত আঙ্গারিবন গ্রামে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তপসিল মোর্চার আয়োজিত গ্রাম সম্পর্ক অভিযানে উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।

গ্রাম সম্পর্ক অভিযানে এসে গ্রামের বয়জ্যেষ্ঠ এবং বৃদ্ধদের পা ধুয়ে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত আঙ্গারিবন গ্রামে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তপসিল মোর্চার আয়োজিত গ্রাম সম্পর্ক অভিযানে উপস্থিত হন। রাজ্য বিজেপির সভাপতি ওই গ্রামের বেশ কিছু তপশিলি সম্প্রদায়ভুক্ত বৃদ্ধদের পা ধুয়ে দেন নিজ হাতে ৷ তিনি এদিনের এই কার্যক্রমে এসে জেলায় অতি দ্রুত মেডিকেল কলেজ গড়ে তোলারও দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবেন বলেও জানান তিনি। বিজেপি সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যজুড়ে 15 হাজার গ্রামে এই বিশেষ গ্রাম সম্পর্ক অভিযান চালানো হবে। আজকে সেই অভিযানেরই শুভ সূচনা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে জনসংযোগে এসে সাধারণ মানুষের পা ধুইয়ে দিয়ে এ যেন এক ব্যতিক্রমী নজির গড়লেন সাংসদ সুকান্ত মজুমদার। অবশ্য সুকান্তর এহেন আচরণকে নির্বাচনী গিমিক ছাড়া আর কিছুই মানতে চান না জেলার তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান রাজ্য তপশিলি মোর্চার গ্রাম চলে অভিযান নিয়েছে কেন্দ্রীয় তপশিলি মোর্চার নির্দেশ অনুসারে। রাজ্য তপশিলি মোর্চা একটি উদ্যোগ নিয়েছে যে গ্রামের তপশিলি মোর্চার গ্রামে যে সমস্ত বয়স্ক এবং বৃদ্ধ রয়েছেন তাদের পা ধোয়ার প্রোগ্রাম আমরা রেখেছি এবং তাদেরকে সম্মান করেছি। সমাজকে সঠিক পথে চালানোর জন্যই আমাদের এই উদ্যোগ।

ABOUT THE AUTHOR

...view details