কলকাতা, 2 ফেব্রুয়ারি: রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া বাকিবুর রহমান বর্তমানে জেল হেফাজতে রয়েছেন । আর সংশোধনাগারে বসেই তিনি চেকে সই করতে চান । কিন্তু ব্যাংকের চেকবুকে কেন তিনি সই করতে চান ? আচমকাই সংশোধনাগারে থাকা এক আবাসিকের কী কারণে টাকার দরকার হতে পারে ? বিষয়টি শুক্রবার আদালতে খোলসা করে জানালেন বাকিবুরের আইনজীবী ।
তাঁর আইনজীবীর দাবি, বাকিবুর বর্তমানে সংশোধনাগারে। তিনি রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হলেও তাঁর সংস্থার কর্মীরা বেতন পাচ্ছেন না। চেকে বাকিবুরের সই ছাড়া বেতন দেওয়া সম্ভবও নয়। অতএব তাঁর মক্কেলকে অনুমতি দেওয়া হোক যাতে সংশোধনাগরে বসেই তিনি ব্যাংকের চেকবুকে সই করতে পারেন । তবেই বাকিবুর রহমানেরমিলের শ্রমিকরা বেতন পাবেন ।
যদিও এক্ষেত্রে আদালতে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হয় যে, বাকিবুর রহমান বর্তমানে সংশোধনাগরে রয়েছেন। তাঁকে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । ইডির আধিকারিকদের মনে বেশ কয়েকটি প্রশ্নের জন্ম হয়েছে- 1) বাকিবুরের মতো একজন ব্যক্তির আচমকা ব্যাংকের চেকবুকে সই করার দরকার কেন পড়ল? 2) তিনি কোন চেক বইয়ে সই করছেন ? 3) কত টাকার জন্য তিনি আবেদন করছেন, সেই টাকা কোন ব্যাংকে রয়েছে ? এই সমস্ত প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের।
বর্তমানে সংশোধনাগারে থাকা বাকিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি রেশন দুর্নীতির সঙ্গে জড়িত ৷ অভিযোগ, কোটি কোটি টাকা প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন তিনি । পাশাপাশি কোটি কোটি কালো টাকা সাদা টাকায় পরিণত করা. মুখ্য ভূমিকায় রয়েছেন বাকিবুর রহমান । আর সংশোধনাগারে থাকার মধ্যে চেকে সই করা নিয়ে নতুন করে ফের তৈরি হয়েছে ধন্দ ৷
আরও পড়ুন :
- 100 কোটি টাকার রেশন দুর্নীতিতে যুক্ত জ্যোতিপ্রিয়-বাকিবুর, চার্জশিটে উল্লেখ ইডির
- বাকিবুর রহমানের আরও 560 কাঠা জমির হদিশ আমডাঙায়
- জ্যোতিপ্রিয়র অফিসে যেতেন বাকিবুর, দাবি মন্ত্রীর আপ্তসহায়কের