গঙ্গাসাগর, 10 জানুয়ারি:উদ্বোধনের আগে থেকেইগঙ্গাসাগর মেলা ভিড় করতে শুরু করেছেন পুণ্যার্থীরা ৷ এবারে গঙ্গাসাগরে গিয়ে অনেকেই দর্শন পেলেন তারাপীঠের মা কালীর ৷ যিনি পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন ৷ আর পুণ্যার্থীরা নিজেদের মনবাসনা জানিয়ে কালীর হাতে থাকা থালায় দক্ষিণা দিয়ে যাচ্ছেন ৷
নদিয়ার নবদ্বীপের বাসিন্দা শান্তি গোস্বামী পেশায় বহুরূপী ৷ তিনিই গঙ্গাসাগর মেলায় এবার তারাপীঠের কালী রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছেন ৷ আর পুণ্যার্থীরাও তাঁর এই কালী রূপকে গ্রহণ করেছেন ৷ তাঁর তারাপীঠের কালী রূপকে প্রণাম করে নিজেদের মনস্কামনা জানাচ্ছেন মানুষজন ৷ আর কালী রূপী শান্তি গোস্বামীর হাতে থাকা থালায় দক্ষিণা দিয়ে যাচ্ছেন সকলে ৷
বহুরূপী হিসেবে কালী সেজে অর্থ উপার্জন প্রসঙ্গে শান্তি জানান, নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা তিনি ৷ সেখানে একটি আশ্রম চালান ৷ সেই আশ্রমের খরচ তুলতেই তারাপীঠের কালী সেজে লোকজনদের আশীর্বাদ দেন তিনি ৷ শান্তি গোস্বামীর কথায়, "আমি একটা আশ্রম চালাই ৷ তার খরচ তোলার জন্য তারাপীঠের মা কালীর বেশ ধরেছি ৷ শুধু গঙ্গাসাগর মেলা নয়, আরও অনেক মেলাতেই বহুরূপী সেজে টাকা উপার্জন করি ৷"