পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত পোহালেই চতুর্থ দফা নির্বাচন, বহরমপুরের নির্বাচনী শিবিরে ব্যস্ততার চেনা ছবি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Baharampur Lok Sabha DCRC: চতুর্থ দফা ভোট আগামিকাল ৷ তার আগের দিন চূড়ান্ত ব্যস্ততা বহরমপুরে ৷ শিবির থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা ৷

Baharampur Lok Sabha Election 2024
ভোটের আগের দিন বহরমপুর ভোট শিবিরের ব্যস্ততা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 1:09 PM IST

Updated : May 12, 2024, 2:08 PM IST

বহরমপুরে ভোটের আগে ব্যস্ত কর্মীরা (ইটিভি ভারত)

বহরমপুর, 12 মে: রাত পোহালেই সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন । তার আগে রবিবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ভোট শিবির । সেখানে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা ৷ ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন ৷ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন । মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রে মোট বুথ কর্মীর সংখ্যা 9 হাজার 395 জন ।

এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 17 লক্ষ 83 হাজার 78 জন ৷ এর মধ্যে পুরুষের সংখ্যা 9 লক্ষ 6 হাজার 760 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 8 লক্ষ 76 হাজার 275 জন । 85 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন 9 হাজার 557 জন । 45 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার । এই লক্ষ লক্ষ ভোটাররাই বহরমপুরের 15 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পাঁচ-পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷

বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1 হাজার 870টি । এর মধ্যে 235টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র । এই কেন্দ্রে মোট 558টি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে । তার সিংহভাগ রয়েছে বেলডাঙা, শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায় । চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 75 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশের 3 হাজার 572 জন কর্মী ৷

লোকসভা নির্বাচের তৃতীয় দফায় 7 মে মুর্শিদাবাদের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে । বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সেদিন নির্বাচন মিটেছে । এই প্রথম মুর্শিদাবাদে ভোটের দিন প্রাণহানির ঘটনা ঘটেনি । বহরমপুরের ক্ষেত্রেও একইভাবে এগোচ্ছে প্রশাসন । তবে শক্তিপুর, বেলডাঙায় ভোটের আগে অশান্তি ছড়ানোয় বেলডাঙা ও রেজিনগর বিধানসভার উপর বাড়তি নজর রাখা হয়েছে । শান্তিপূর্ণভাবেই চলছে দায়িত্ব বণ্টন ৷

আরও পড়ুন :

  1. দৃষ্টিশক্তিহীন ভোটারদের বিশেষ স্লিপ ছাপা হচ্ছে বাংলায়, জানুন বিশদে
  2. "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
  3. মনোনয়ন জমা দিলেন পাঁচবারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও
Last Updated : May 12, 2024, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details