কলকাতা, 22 অগস্ট: খামখেয়ালি আবহাওয়ার প্রত্যেক মুহূর্তই কৃষিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে । কখনও অতিবৃষ্টি, কখনও খরা - চিন্তায় ফেলেছে কৃষি দফতরকে । এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে অস্ট্রেলিয়া । বৃহস্পতিবার নবান্নে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ফিলিপ গ্রিন ওয়ামিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল এই নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন । এই বৈঠকে দুই দেশ যৌথভাবে কৃষিক্ষেত্রে কাজ করার বিষয়ে আলোচনা করেছে ।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া এবং রাজ্যের কৃষিক্ষেত্রে যৌথভাবে কাজ করার ঘটনা এই প্রথম নয় ৷ ইতিমধ্যেই তাঁদের অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ বা এসিআইএআর প্রকল্পের অধীনে রাজ্যের চার জেলায় কাজ করছে এই দেশ । উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প রূপায়িত হচ্ছে । মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তারা রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে । শুধু তাই নয়, কৃষিক্ষেত্রে যুক্ত মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । চার জেলা মিলে 30 হাজার হেক্টর জমিতে প্রকল্প চলছে ।