পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা - Lok Sabha Election 2024

Rekha Patra: ভোটের আগে সমস্ত প্রার্থীকেই নির্বাচন কমিশনে নিজেদের সম্পত্তির পরিমাণ হলফনামা জমা দিয়ে জানাতে হয় ৷ ইটিভি ভারতের সঞ্চয় সম্পত্তি বিভাগ প্রার্থীদের সেই সম্পত্তির পরিমাণ আপনাদের সামনে তুলে ধরছে ৷ এবার নজরে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷

Rekha Patra
বিজেপির রেখা পাত্রের সম্পত্তির খতিয়ান (নিজস্ব)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 10:47 PM IST

Updated : May 10, 2024, 11:08 PM IST

বসিরহাট, 10 মে:এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে রেখা পাত্র একটি গুরুত্বপূর্ণ নাম। শেখ শাজাহানের বাড়িতে অভিযানে গিয়ে ইডি আক্রান্ত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শুরু হয় জোরদার আন্দোলন। মূলত, শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সরদারদের অত‍্যাচারের বিরুদ্ধেই গর্জে ওঠেন সেখানকার গ্রামবাসীরা। সামনে আসে মহিলাদের উপর অত্যাচারের কাহিনী ৷ তার জেরে পথে নামেন নির্যাতিতা মহিলাদের একাংশ। নির্যাতনের পাশাপাশি জমি লুঠ, কৃষি জমিতে নোনাজল ঢুকিয়ে বেআইনিভাবে ভেড়ি বানানোর মতো অভিযোগে কার্যত বিদ্ধ হতে হয় রাজ্যের প্রশাসনকে। পরে সেই নারী আন্দোলনের মুখ হয়ে ওঠেন রেখা পাত্র।

সেই রেখা পাত্রকেই এবারে বসিরহাট লোকসভা কেন্দ্রে থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে রেখার সঙ্গে কথা বলে কুর্নিশ জানিয়েছিলেন। ফলে এবারের ভোটে বসিরহাট কেন্দ্রকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। তবে তাঁকে ঘিরে বিতর্কও কম হয়নি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলেছে। সেখাানে এক বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে টাকা নিয়ে অভিযোগ দায়ের করেছেন রেখা-সহ অন্য মহিলারা। বিজেপি অবশ্য দাবি করেছে ভিডিয়োটি মিথ্যা। রেখারও দাবি তৃণমূলই চক্রান্ত করে এমন ভিডিয়ো ছড়িয়েছে।

সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখার বিপরীতে এবার তৃণমূলের প্রার্থী বসিরহাটের দাপুটে শাসক নেতা, হাড়োয়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম। রয়েছেন বাম প্রার্থী, সন্দেশখালির আরও এক প্রতিবাদী মুখ সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারও। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর সম্পদের নিরিখে দরিদ্রতম প্রার্থী রেখাই। অন্তত নির্বাচন কমিশনের কাছে তিনি যে হলফনামা পেশ করেছেন তা থেকেই স্পষ্ট হয়েছে বিষয়টি।

ঠিক কী কী সঞ্চয়-সম্পত্তি রয়েছে বসিরহাটের পদ্ম প্রার্থী রেখা পাত্রের দেখে নেওয়া যাক একনজরে:

লোকসভার প্রার্থী হিসেবেরেখা প্রাত্রের দাখিল করা হলফনামা থেকে জানা গিয়েছে, তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র 31 হাজার 47 টাকা। স্থানীয় উত্তর বউঠাকুরনী অবৈতনিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর পর আর এগোয়নি রেখার পড়াশোনা।

রেখা পাত্রের বার্ষিক আয়ের খতিয়ান :

হলফনামা থেকে জানা গিয়েছে, এই মুহুর্তে রেখার নিজের হাতে নগদ রয়েছে মাত্র 3 হাজার টাকা। স্বামী সন্দীপ পাত্রের হাতেও রয়েছে নগদ 3 হাজার টাকা। রেখার এসবিআই অ্যাকাউন্টে রয়েছে 10 হাজার 764 টাকা 54 পয়সা। স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 4 হাজার 692 টাকা। এক আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 9 হাজার 591 টাকা।

রেখা পাত্রের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ :

রেখা পাত্র এবং তাঁর স্বামী সন্দীপ পাত্রের নামে বীমা-স্থায়ী আমানত-ঋণ-গাড়ি-চাষের জমি-বসতি বাড়ি বা সোনার অলঙ্কার কোনও কিছুই নেই।

ফৌজদারি মামলা:

হলফনামা থেকে জানা গিয়েছে, সদ্য বিজেপি প্রার্থী হওয়া রেখার নামে রয়েছে মোট 4টি মামলা। যার মধ্যে সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে দিদি নং ওয়ানের, হলফনামায় জানালেন রচনা

তিন গুন বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম

Last Updated : May 10, 2024, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details